1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বেলাবতে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ২৮৯ পাঠক

নরসিংদী প্রতিদিন ডেস্ক: বেলাব উপজেলার পাটুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  সোমবার সকাল ১১টায় বেলাব উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের উপর নির্মম হামলার বর্ণনা দিয়ে জড়িতদের শাস্তির দাবিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী স্বপন মিয়া, শাহিন আলম প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবার কাছে একটি স্মারকলিপি প্রদান করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উলেখ্য যে, গত ২৪ জানুয়ারি বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পাটুলী ও কাওয়ারটেক গ্রমবাসীর মধ্যে প্রথমে সংঘর্ষ সৃষ্টি হয়। এরই জের ধরে পরদিন বুধবার ক্লাস চলাকালীন সময়ে পূণরায় দুই গ্রামের শতাধিক মানুষ দা, লাঠি, বলম, রড সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ত্রাসী হামলা থেকে শিক্ষক ও অভিভাবক সহ শিক্ষার্থীরা কেউই রক্ষা পায়নি। এ সময় উভয় গ্র“পের ১৪ জন গ্রামবাসী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান ভূইয়া ও বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাসেল, সানিয়া, নবম শ্রেণীর ছাত্র শাহীন, মোবারক, পোড়াদিয়া ওয়াসিম উদ্দীন খাঁন ডিগ্রি কলেজের ছাত্র শামীমসহ ২০ জন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে শামীম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিওতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাকীরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মানববন্ধনের পাশাপাশি গ্রামবাসীর পক্ষে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, পোস্টারিং সহ প্রতিবাদ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা জানান, পাটুলী গ্রামের প্রভাবশালী জয়নাল, সবুজ মাস্টার, ও বিএনপি নেতা কবিরের নেতৃত্বে এ হামলা চালানো হয়। শিক্ষার্থী, এলাকাবাসীসহ সুধীজন ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

সুত্র: অনলাইন



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD