1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে এমডিএস ৪ হাজার ১শত ৯৯ জন দরিদ্র প্রসূতী ও দুগ্ধদায়ী মা’দের সেবাদান কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী’র আওতায় প্রশিক্ষণ অব্যাহত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১০ পাঠক

লক্ষন বর্মন, নরসিংদী :

নরসিংদীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী ২০১৬-১৭ ও ২০১৭-১৮ আর্থিক বছরে দারিদ্র সীমার নীচে বসবাসকারী অভীষ্ট উপকারভোগী সদস্যদের জীবনব্যাপী শিক্ষা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নরসিংদী পৌরসভার ১,২,৩ ওয়ার্ড, শিবপুর পৌরসভা ও রায়পুরা পৌরসভা এলাকায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ৭ শত ৪৯ জন দারিদ্র সীমার নীচে বসবাসকারী অভীষ্ট উপকারভোগী সদস্যদের জীবনব্যাপী শিক্ষা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে উপরোক্ত কর্মসূচী সফল ও স্বার্থক করনে নিরলস ভূমিকা পালন করে আসছে। এমডিএস উপরোক্ত কর্মসূচীর আওতায় নরসিংদী পৌরসভার ১,২,৩ ওয়ার্ড’র আওতায় ২ শত ৪৯ জন দরিদ্র প্রসূতী ও দুগ্ধদায়ী মা’দের নির্ধারিত সিডিউল মোতাবেক চলতি বছরের ফেব্রুয়ারী থেকে নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
অপরদিকে, মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) জেলার শিবপুর পৌরসভার ৯টি ওয়াড’র্র থেকে নির্বাচিত ২ শত ৫০ জন ও রায়পুরা পৌরসভার ৯টি ওয়ার্ড’র নির্বাচিত ২ শত ৫০ জনকে প্রদেয় নীতিমালানুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে ধারাবাহিক কর্মসূচী চ‚ড়ান্ত পর্যায়ে রয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় এমডিএস বিগত ২০১১-১৬ আর্থিক বছর পর্যন্ত অব্যাহতভাবে নরসিংদী পৌরসভায় ৩ হাজার ১শত ৫০ জন এবং ২০১৫-১৬ আর্থিক বছরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ৩ শত জন দরিদ্র প্রসূতী ও দুগ্ধদায়ী মা’দের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
স্থানীয় বেসরকারী সেবাদানকারী সংস্থা মাদারস্ ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস)এর আইটিডিই প্রশিক্ষন বিভাগের উদ্যোগে নরসিংদীতে ২০১৬-১৮ আর্থিক বছরে শিবপুর পৌরসভায় ২শত ৫০ জন, রায়পুরা পৌরসভায় ২শত ৫০ জন ও নরসিংদী পৌরসভায় ২শত ৪৯ জনসহ প্রতি মাসে ৭৪৯ জন দুগ্ধদায়ী ও গর্ভবতী মা’দের ইস্যুভিত্তিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার মাধ্যমে দারিদ্র সেবায় নিয়োজিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এমডিএস সূত্র জানায়, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপরোক্ত প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের গর্ভবতী মায়ের পরিচর্যা, প্রসবোত্তর, প্রসবপূর্ব ও নিরাপদ সেবা , শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা, পুষ্টিকর খাদ্য ও খাদ্যের গুনগত মান বজায় রাখা, স্থানীয় শাক-সবজি ও ফলের গুনাগুন ও ব্যবহার, মানবধিকার সংরক্ষণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাহিংসতা ও পারিবারিক নির্যাতন বন্ধ, মানব পাঁচার প্রতিরোধ, বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিতকরন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, টেকসই পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ইপিআই ও এনআইডি সেবাদান, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার , প্রাথমিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বজায় রাখা, শিশু শ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধ, প্রসবকালীন জটিলতা নিরসন ও করনীয়, আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে আগ্রহ সৃষ্টি করা, গর্ভবতী মায়ের গর্ভকালীন সমস্যা ও প্রতিকার,স্বাস্থ্য সেবা সম্পর্কিত সেবাদান কেন্দ্রসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অবহিতকরণ কার্যক্রম প্রশিক্ষন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD