1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পলাশে অসহায় মহিলার ১শত কলাগাছ কর্তন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৫ পাঠক

মোঃ আল-আমিন মিয়া, পলাশ,নরসিংদী:

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েসপুর গ্রামের উত্তর চন্দন এলাকার লাকী বেগমের সাথে জমি সংক্রান্ত জের ধরে ১শত কলাগাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  রোববার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ লাকী বেগমের। এবিষয়ে গতকাল সন্ধ্যায় পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ সুত্রে ও লাকী বেগমের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই এলাকার ভজন কুমার, নাজিমুদ্দীন, শাহ আলম, জাহাঙ্গীর পাঠানের সাথে জমি সংক্রান্ত ঝামেলা চলছে লাকী বেগমের। তারই জের ধরে রোববার ভোর ৫ টার দিকে লাকী বেগমের ১শত কলাগাছ কেটে ফেলা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেশিদের কাছ থেকে লাকী বেগম খবর পেয়ে তাদেরকে বাধা দিতে গেলে দাঁও হাতে লাকীকে প্রাণে মারার জন্য ধাওয়া করেছেন, ভজন কুমার, নাজিমুদ্দীন, শাহ আলম, জাহাঙ্গীর পাঠান সহ তাদের সাথে থাকা সন্ত্রাসীরা। প্রাণের ভয়ে তাদেরকে বাধা দিতে পারেনি লাকী। তারপর সোমবার সন্ধ্যায় পলাশ থানায় এসে উল্লেখকৃত নামগুলোর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তিনি। এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কলাগাছ কাটার ঘটনার বিষয়ে থানার অফিসারকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD