1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কৃষকদের কপাল যারা পুড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাঃ পাবনার আটঘরিয়ায় ভূমিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৩২৭ পাঠক

লক্ষন বর্মন, আটঘরিয়া, পাবনা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, কৃষকদের কপাল যারা পোড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের জন্য সরকারি প্রণোদনা বা বরাদ্দকৃত টাকা পয়সা যারা মেরে খাবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।আজ পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আটঘরিয়া উপজেলার প্রণোদনা কমর্সূচির আওতায় খরিপ-২০১৭ -১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ চাষি ৪০০ জনের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।ভূমিমন্ত্রী শরীফ বলেন, বীজ, সার, আগাছা দমন ও সেচ সহায়তার জন্য কারো হাতে নগদ টাকা দেওয়া হবে না, চেক দেওয়া হবে। নগদ টাকা দিতে গেলে দুর্নীতির আশ্রয় নেয়ার সুযোগ থাকে। কৃষকের নামে ব্যাংকে ১০ টাকায় একাউন্ট খুলে দিয়ে একাউন্টের বিপরীতে চেক প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, কৃষকদের টাকা কৃষকদের একাউন্টে জমা হবে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষক, জেলে, তাঁতীসহ সকল পেশাজীবীদের নেতা। তিনি তাদের চাহিদা বুঝতেন। কৃষিবান্ধব সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কৃষকদের ভাষা বুঝেন। তিনি কৃষকদের চাষাবাদের উৎসাহ যুগিয়েছেন, সরকারি সর্বোচ্চ প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, খালেদা-নিজামী সরকার সারের জন্য গুলি করে ১২জন নিরীহ কৃষককে হত্যা করেছিল। সারের জন্য এখন কৃষককে দৌঁড়াতে হয় না, সারই কৃষকের পিছনে ছুটে। মন্ত্রী আরও বলেন, কৃষক ভাইয়েরা দেশের মেরুদন্ড। কৃষকের মেহনতের টাকা ঠিকমত ব্যাংকে জমা হলো কী না সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃত্বদানকারীদের দুর্নীতিমুক্ত থাকার পরামর্শ দেন।

পরে মন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ কৃষকের প্রত্যেকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ১ বিঘার জন্য ধানবীজ ৫ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি ও সেচ সহায়তা বাবদ ৪০০ টাকা এবং নেরিকা আউশের জন্য ১০ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, এমওপি ১০ কজি ও সেচ সহায়তা ও আগাছা দমন বাবদ ৮০০ টাকা বিরতন করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD