1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

‘গতি কমাও, জীবন বাচাঁও’এই স্লোগানে নরসিংদীতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৪ মে, ২০১৭
  • ২৮৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক: ‘গতি কমাও জীবন বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ কর্তৃক ৪র্থ বারের মত ঘোষিত ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)’ এর তত্বাবধানে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০১৭’ পালনের অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ মাননববন্ধন পালিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় নরসিংদী জেলা শাখার আহবায়ক মো. সোহরাব হোসেন ভূইয়া সোহাগের সভাপতিত্বে কর্মসূচীতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা অটো টেম্পু, অটোরিক্সা মিশুক, টেক্সি কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম ভূইয়া রফিক। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক গ্রামীণ দর্পণ এর প্রকাশক-সম্পাদক কাজী আনোয়ার কামাল, চিনিশপুর মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান হানিফ, নরসিংদী জেলা অটো টেম্পু, অটোরিক্সা মিশুক, টেক্সি কার শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলীরাজ বাদল। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক গ্রামীণ দর্পণের উন্নয়ন কর্মকর্তা শান্ত বণিক, চিনিশপুর পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনুল ইসলাম, সাপ্তাহিক জাগ্রত জনতার নির্বাহী সম্পাদক আফরোজা সুলতানা মিনা, রজনীগন্ধা শিল্পি গোষ্ঠির কর্ণধার রুজি খানম ও নিসচা’র নরসিংদী শাখার সদস্য, এডভোকেট আব্দুল মোতালিব, তারিকুল ইসলাম, হাদিউল ইসলাম, হারুন-অর-রশিদ, এস আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তারা অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে যানবাহনের অতিরিক্ত গতিসীমা পরিহার করতে চালকদের প্রতি আহবান জানান। চালকসহ পরিবহন শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সড়ক আইন বিষয়ে সচেতন করে তুলতে ব্যবস্থা গ্রহণে মালিকদের সহায়তা কামনা করেন তাঁরা। জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ঝধাব খরাবং: ঝষড়উিড়হি’। এ সপ্তাহটি সফলভাবে পালনের লক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন এর প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ‘করষষ ঝঢ়ববফ, ঘড়ঃ খরাবং’, ‘গতি কমাও, জীবন বাচাঁও’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ১১০টি শাখা সংগঠনের মাধ্যমে জেলা ও উপজেলায় ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপি এ কর্মসূচির মধ্যে রয়েছে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, র‌্যালি ও আলোচনা সভা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD