1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর রায়পুরায় হতদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পে অনিয়ম

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৩১ মে, ২০১৭
  • ২৭৭ পাঠক

নরসিংদী প্রতিদিন :নরসিংদীর রায়পুরা উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন ৪০দিনে কর্মসূচীর বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকৃত প্রকল্প গুলোর বরাদ্দকৃত অর্থের বেশীরভাগই লুটপাট করার অভিযোগ এলাকাবাসীদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দরিদ্র জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে চলতি বছরে এ প্রকল্পের আওতায় উপজেলার ২৪ ইউনিয়নে ৯২টি প্রকল্পে ৩ হাজার ১শ হতদরিদ্রের কাজের সুযোগ হয়। গত ২ মে প্রকল্পের কাজ শুরু হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকী না থাকায় প্রকল্পগুলোতে চলছে অনিয়ম। নির্ধারিত সংখ্যক শ্রমিক কাজে না লাগিয়ে কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে অধিকাংশ প্রকল্পে। ফলে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত লাখ লাখ টাকা চলে যাচ্ছে সংশ্লিষ্টদের পকেটে।
উপজেলার মহেষপুর ইউনিয়নে ৪টি প্রকল্পে গিয়ে দেখা যায়, প্রতিটি প্রকল্পেই নামমাত্র কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। যেমন: কুড়ের পাড় এলাকায় কাগজপত্রে ৩৫জন শ্রমিক কাজ করার কথা থাকলে ৯জনকে কাজ করতে দেখা গেছে। সাপমারা এলাকায় ৩৫জন শ্রমিকের স্থলে কাজ করছে ১৯জন, বেগমাবাদ এলাকায় ৩৪জন শ্রমিকের স্থলে কাজ করছে ১৪জন ও মহেষপুর-মানিকনগর এলাকায় ৩৫জনের স্থলে কাজ করছে ১২জন শ্রমিক। ৪টি প্রকল্পে ১৩৯জন শ্রমিক প্রতিদিন কাজ করার কথা থাকলেও সোমবার দিন সরেজমিনে ৫৪জনকে কাজ করতে দেখা গেছে।
এ ব্যাপারে মহেষপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, প্রচন্ড গরম ও রোজার কারনে কয়েকজন শ্রমিক আজ কাজে আসে নি। যারা অনুপস্থিত তাদের হাজিরায় অন্তভূর্ক্ত করা হবে না।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল গনি বলেন, প্রকল্প তদারকীর জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে টেক অফিসার রয়েছেন। তারা নিয়মিত দেখাশুনা করছেন। তবে অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

# লক্ষন বর্মন



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD