1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ২৩৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন: নরসিংদীতে স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি নরসিংদী জেলা শাখা জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত ৪৬ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
তিনদিন ব্যাপী নরসিংদীর মুছলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে সকাল থেকে বিকেল পর্যন্ত ফুটবল, কাবাডি, ভলিবল, সাঁতার, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। আজ বিকেলে বৃহস্পতিবার সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ এর সভাপতিত্বে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় শিক্ষক কামরুল হাসানের উপস্থাপনায় আরো উপস্থিত থেকে আলোচনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, পলাশ থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন নাজির, কারারচর মেলৈভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান ভূইয়া, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত।
খেলা পরিচালনা করেন, স্বপন দাস, রকিব মোল্লা, মাসুদ রানা, সংকর দাস ও রবিন মাহমুদ প্রমূখ।
খেলায় ফুটবলে রায়পুরার সেরাজনগর হাইস্কুলকে হারিয়ে শিবপুরের দুলালপুর উচ্চ বিদ্যালয়, মেয়েদের ফুটবলে শিবপুরকে হারিয়ে পলাশের চলনা উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবলে পলাশ সারকার খানা উচ্চ বিদ্যালয়, কাবাডিতে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ জয় লাভ করে।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

#



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD