1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

 নরসিংদী পৌরসভার জলাবদ্ধতা ব্রাহ্মন্দী এলাকায়  

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ২৪৪ পাঠক

নরসিংদী প্রতিদিন : এই পানি কোন বন্যার পানি নয়, আর নরসিংদী শহরে এখনো বন্যা হয়নি, এই পানি বৃষ্টির পানি। এই জলাবদ্ধতার চিত্রটি নরসিংদী শহরের আবাসিক এলাকা পূর্ব ব্রাহ্মন্দী বায়তুল আকসা মসজিদের পাশের ৩ রাস্তার মোড়ের। একটি রাস্তা নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীর বাসার পূর্বপাশ দিয়ে বায়তুল আকসা মসজিদ হয়ে জবা মিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বনবিভাগ গিয়েছে। আপর রাস্তাটি ব্রাক্ষন্দীর দ্বিতীয় মোড় থেকে শুরু করে মহিলা মাদরসার পাশ দিয়ে বায়তুল আকসা মসজিদের মোড় গিয়ে মিলিত হয়েছে। নরসিংদী পৌরসভার ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের পর বছর পূর্ব ব্রাহ্মন্দী এই আবাসিক এলাকার শতশত মানুষ জলাবদ্ধতার সমস্যায় ভোগছে। সামান্য বৃষ্টি হলেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই পূর্ব ব্রাক্ষন্দী এলাকার ড্রেনেজ সমস্যা ছাড়াও কাছাকাছি নর্দমা না থাকায় বৃষ্টি পানি ও বাসাবাড়ীর ময়লার পানি নেমে যাওয়ার ব্যবস্থা নেই বললেই চলে । নরসিংদী পৌরসভার নিস্কাশন ব্যবস্থা কার্যত এই পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় অচল। তার ভিতর দিয়েই লোকজন ও যানবাহন চলছে । এতে পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ছাড়া জবা মিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, হাজী আবেদ আলী কলেজের ছাত্র-ছাত্রী, আল-ফারুক একাডেমির ছাত্র-ছাত্রীরা ও চরম কষ্টে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বিশেষ করে বায়তুল আকসা মসজিদের মুসল্লীরা মসজিদে এসে অনেকে নামাজ আদায় করতে পারেন না। হাটুপানি ভেঙ্গে মসজিদে যাওয়ার সময় ময়লার পানিতে তাদের অজু নষ্ট হয়ে যায়, এমনকি ফরজ তরফ হয়ে যায়। এই ব্রাহ্মন্দী এলাকাবাসি নরসিংদী পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন। অতি বিলম্বে তাদের এলাকার এই সমস্যা সমাধান চান স্থানীয়রা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD