1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

তোমারা বাল্যবিবাহকে ‘না ‘ কর’ প্রতিষ্ঠিত হবার পথে এগিয়ে যাও, ছাত্রীদের উদ্দেশে – ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৫৯ পাঠক

খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন: ডেপুটি ইন্সপেক্টর জেলারেল অব পুলিশ (ডিআইজি),ঢাকা রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, তোমারা বাল্যবিবাহকে ‘না ‘কর’ প্রতিষ্ঠিত হবার পথে এগিয়ে যাও ‘। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভাইস চ্যান্সেলর ও মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া’র সংবর্ধনা অনুষ্ঠানে নরসিংদীর মাধবদীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন মাঠে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম,বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতি মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন, এসময় সাবেক অভিভাবক প্রতিনিধি মরহুম মো: সেলিম ভূইয়ার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন সবাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র পতিষ্ঠানের আজীবন দাতা বাবু সুবোধ রঞ্জন দাস,দাতা সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান ভূইয়া,অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলামগ গাজী প্রমূখ।
শিল্প নগরী মাধবদীকে মাদকমুক্ত করতে স্থানীয় প্রশসানের তৎপরতা আরো বেগবান করার জন্য ডিআইজির বরাবরে আহবান জানান বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী।
প্রধান অতিথি ডিআইজি শফিকুল ইসলাম বলেন, “যার স্বপ্ন আকাশ পর্যন্ত, সে আকাশে উড়তে পারে। প্রত্যেকটি ছাত্র, ছাত্রিদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হবার স্বপ্ন দেখতে হবে। তিনি আরো বলেন দেশের প্রতিটি পরিবার থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে পারে কিন্তু মাদকসেবীদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সন্তানকে মাদকের কড়াল গ্রাস থেকে ফিরিয়ে আনতে না পারলে একজন পিতার সব অর্জন বৃথা। যদি মনে করেন, পুলিশই সব করবে তা হলে আপনি বোকার স্বর্গে বাস করছেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD