1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে সবজির বাজারে আগুন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৩৩৬ পাঠক

নরসিংদী প্রতিদিন ডেস্ক: শাক-সবজির জন্য বিখ্যাত নরসিংদীর বিভিন্ন হাটবাজারে শাক-সবজির দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে কেজিতে ১২০ টাকা বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল সোমবার নরসিংদী বাজার, ভেলানগর বাজার, নতুন বাজার, হোসেন বাজার ও বাসাইল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। উল্লেখিত বাজারগুলো ঘুরে দেখা গেছে, কোন সবজিই ক্রেতাদের নাগালের মধ্যে নেই। বেগুন ৩০ টাকা থেকে বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সিম ২০০ টাকা, শ্বশা ৮০ টাকা, ঢেড়শ ৮০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ প্রতিপিছ ৩০ টাকা থেকে ৭০ টাকা, কঁচুর লতি ৬০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা, ফুলকপি ছোট প্রতি পিছ ৫০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, লাল শাখ ৭০ টাকা, গাজর ৮০, চালকুমড়া ৫০ টাকা থেকে ৭০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, হাইব্রিড টমেটো ১০০ টাকা থেকে ১২০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, আলু ২৫ টাকা, পেপে ৩০ টাকা, চিচিংগা ৮০ টাকা, কড়লা ৮০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, বাধাকপি ছোট ৪০ টাকা, বটবটি ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বিভিন্ন অজুহাত দেখালেও সাধারণ ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে। নরসিংদীর বাজারের সবজি ব্যবসায়ী ফরিদ উদ্দিন ও আবুল হোসেন জানান, পাইকারী আড়তে সবজি সরবরাহ কমেছে বলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। আর এতে সবচেয়ে বেশী নেতিবাচক প্রভাব পড়েছে মধ্যভিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপর। খলিল নামে এক সবজি ব্যবসায়ী জানান, গত এক সপ্তাহ ধরে দিগুনেরও বেশী দাম দিয়ে পাইকারী বাজার থেকে কাঁচা মরিচ আনতে হচ্ছে। এ কারণে খুচরায় বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা। অধিকাংশ সবজি ব্যবসায়ী জানায়, বাজারে চাহিদার চেয়ে কাঁচা মরিচ কম আসায় হঠাৎ করেই দাম বেড়ে গেছে। মূলকারণ হচ্ছে, অবিরাম ভারী বর্ষণ ও বন্যার কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ ছাড়া নতুন করে আবাদ করা সবজি এখনো পুরোপুরী বাজারে আসেনি। তারা আরো জানান, বন্যার অজুহাতে অনেক দিন ধরে কিছুটা চড়া দামেই বিক্রি হচ্ছিল সব ধরনের সবজি। এরপরও গত ১০ দিনে নতুন করে সবজির দাম আরো বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। নরসিংদীতে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। এক কথায় নরসিংদী সবজির জন্য বিখ্যাত। এখানে বর্তমানে সব্জীর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এটাকি ব্যবসায়ীদের কারসাজি, নাকী অন্য কিছু!



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD