1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী রায়পুরায় অবৈধ জমি দখল করে ইটের ভাটা নির্মাণ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ২৭৫ পাঠক

নরসিংদী প্রতিদিন: নরসিংদীতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন এর লালপুর বড়ইতলায় একটি প্রভাবশালী মহল সম্পূর্ন অবৈধভাবে ক্ষমতার দাপটে জোরপূর্বক বে-আইনী উপায়ে ইটের ভাটা তৈরীর উদ্যোগ নেয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভসহ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। বর্তমান ক্ষমতাসীন সরকারের পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৮’র ১ উপধারাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শনপূর্বক একই উপজেলার বড়ইতোলা এলাকার সাধারন কৃষকদের ফসলী জমি বেআইনীভাবে জোরপূর্বক দখলে নিয়ে আবাসিক এলাকায় ইটের ভাটা নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেয়ায় সম্ভাব্য ভয়াবহ ক্ষয়-ক্ষতি ও ব্যাপক পরিবেশ বিপর্যয়সহ এলাকার সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। একই উপজেলার মহিষবেড় কান্দাপাড়া এলাকায় মৃত নোয়াব আলী খলিফার পুত্র হাজী নাসির উদ্দীন ও তার পুত্র সোহাগ মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ক্ষমতার দাপটে সাধারন কৃষকদের জিম্মি করে বড়ইতলা আবাসিক এলাকায় ফসলী জমি দখলে নিয়ে বেআইনী পন্থায় ইটভাটা নির্মাণের মাধ্যমে পরিবেশ দূষণের পাশাপাশি কৃষকদের ফসলী জমি বিনস্টসহ ব্যাপক জনদূর্ভোগসহ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় এলাকায় শান্তি-শৃংখলার অবনতির আশংকা দেখা দিয়েছে। বড়ইতলা এলাকার সাধারন কৃষকদের স্বার্থ ক্ষুন্ন করে ফসলী জমি জোরপূর্বক দখলে নিয়ে সরকারের বিদ্যমান পরিবেশ আইনকে উপেক্ষাপূর্বক ইট ভাটা নির্মাণ বন্ধে প্রতিকার চেয়ে ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে গণস্বাক্ষরিত এক আবেদনপত্র প্রদান করা হয়েছে। গত ৯ অক্টোবরের গণস্বাক্ষরিত উপরোক্ত আবেদনপত্র ১২ অক্টোবর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে গৃহীত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রতিকার হয়নি। পরিবেশ অধিদপ্তরে প্রদেয় গণস্বাক্ষরিত আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন থাকলেও অবৈধ ইটভাটা নির্মাণের উদ্যোগ সম্পূর্নরূপে বন্ধ হলে বলে এলাকাবাসী ধারনা করছে। অপরদিকে চরসুবুদ্ধি বড়ইতলা এলাকার সাধারন কৃষকদের বৃহত্তর স্বার্থ রক্ষাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রেহাই পেতে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চরসুবুদ্ধি গ্রামের হাজী আবদুল মোতালিব এর পুত্র হাজী আবদুল মোমেন নরসিংদীর বিজ্ঞ রায়পুরা সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেছেন। যার দেওয়ানী মোকদ্দমা নং- ১১০/২০১৭। দায়েরকৃত মামলায় বিজ্ঞ বিচারক অভিযুক্ত হাজী নাসির উদ্দিন ও তার পুত্র সোহাগকে উপরোক্ত ঘটনায় কারন দর্শাও নোটিশ প্রদান করেছে। এদিকে এলাকার সাধারন কৃষকরা জানান, বর্তমান ক্ষমতাসীন চেয়ারম্যান হাজী নাসির উদ্দীন এর পৃথক ২টি ইটের খলা দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসলেও আমাদের বড়ইতলাবাসীর ক্ষতি সাধনের নেপথ্যহীন স্বার্থ হাসিলের লক্ষ্যে সম্পূর্ন বে-আইনী পন্থায় ক্ষমতার দাপট দেখিয়ে ফসলী জমি দখলে নিয়ে পুনরায় পৃথক আরো একটি ইটের ভাটা নির্মাণের মাধ্যমে পরিবেশ দূষনসহ ব্যাপক জনভোগান্তি তথা আইনশৃঙ্খলা পরিস্থিতিতি অবনতির লক্ষ্যে অনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD