1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে মাঠ কাপালেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ২৮৮ পাঠক

পলাশ প্রতিদিন : ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কো-অপারেটিভ আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার ক্রীড়া সংস্থার উদ্দোগে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ফুটবলের সোনালী অতিতের সেরা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ঢাকা একাদশ ৩-২ গোলে পলাশ একাদশকে পরাজিত করেন। খেলার প্রথমার্ধে ঢাকা একাদশের ইমতিয়াজ আহাম্মেদ নকিব প্রথম গোল করেন। পরে ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় ও খেলার শেষার্ধে তৃতীয় গোল করে হ্যাট্রিক করেন নকিব। পলাশ একাদশের পক্ষে গোল দুটি করেন, শরিফ হোসেন ও তাজুল ইসলাম। প্রীতি ম্যাচে ঢাকা একাদশের হয়ে অংশগ্রহন করেন, সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ আহাম্মেদ নকিব (অধিনায়ক), জুয়েল রানা, মিজানুর রহমান ডন, আলফাজ উদ্দিন আহাম্মেদ, রজনিকান্ত বর্মন, মোঃ তারেক, জাকির হোসেন শাহিন, শহিদুল হক স্বপন, সাইফুর রহমান মনি, মুরাদ আহাম্মেদ মিলন, মোঃ শামিম, সেন্টু, প্রদীপ কুমার, সুজন, ডাবলু। অপরদিকে পলাশ একাদশে উপজেলার বাছাইকৃত সেরা খেলোয়াড়রা অংশগ্রহন করেন। খেলাকে উৎসাহিত করতে হেলিকপ্টারে করে মাঠে নামেন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও কানন। এদিকে প্রথমবারের মতো পলাশ উপজেলায় একঝাক জাতীয় ফুটবলারদের খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রেমি হাজারো উৎসুক দর্শক মাঠে জমায়েত হয়।
খেলা শেষে ঢাকা একাদশকে বিজয়ী ট্রফি তুলে দেন নরসিংদীর ২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কামরুল আশরাফ খান পোটন। এসময় কামরুল আশরাফ খান পোটন বলেন, ফুটবলের প্রান ফিরিয়ে আনতে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার জানান, খেলাধুলার অভাবে দীর্ঘদিন যাবত পলাশ উপজেলার ক্রীড়া ক্লাবগুলো ঝিমিয়ে পড়ে গেছে। এছাড়া ভালভাল খেলোয়াররাও এখন খেলাধুলার প্রতি মনোযোগ দিচ্ছে না। আমরা ক্রীড়া সংস্থার মাধ্যমে সেই সমস্ত ক্লাব ও খেলোয়ারদের চাঙ্গা করতে বিভিন্ন উদ্দ্যোগ গ্রহন করেছি। এরই ধারাবাহিকতায় আসছে ডিসেম্বর মাসে বিজয় দিবস গোল্ড কাপ টুনামেন্টের আয়োজন করা হচ্ছে।
পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD