1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষ্যে নরসিংদীতে প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ২৪৭ পাঠক

খন্দকার শাহিন: আগামী ৯ ডিসেম্বর-২০১৭ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসকের মিলনায়তনে ২৬ নভেম্বর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত । এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীত প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোজাম্মেল হক,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির ,পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি,মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ অন্যান্য প্রতিনিধি বৃন্দ। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসের যথাযথভাবে পালনের লক্ষে কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস বলেন ৯ডিসেম্বর আরম্বরপূর্ণ পরিবেশে দিবসটি পালনের প্রতি ইঙ্গিত করে বলেন, ওইদিন সকল দপ্তরের কর্মকর্তাদের যাদের বলা হবে তারা অবশ্যই অংশগ্রহণ করবে। কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে সকালে সোয়া ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রেস ক্লাব পর্যন্ত মানব বন্ধন,সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বেনার সহ স্ব স্ব দপ্তর সমূহে দুর্নীতি বিরোধী লেখা টানানো, বিকেল ৪টায় নরসিংদী রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পাশের্^র চত্তরে তথ্যচিত্র প্রদর্শন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, একই ধরণের কর্মসূচী প্রতিটি উপজেলায় যথাযথভাবে পালন করা সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, ছুটির দিনে সরকারী কর্মকর্তা অনুপস্থিত থাকার বিষয়টি উত্থাপন করা হলে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস তাদের উদ্দেশ্য করে বলেন, যারা ছুটির থাকতে চান না তাদেরকে বলবেন চাকুরী বিধির ১৫ধারা পড়তে। সেখানে সরকারী চাকুরেদের ২৪ঘন্টা কর্মস্থলে থাকার কথা স্পষ্টভাবে বলা আছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD