1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের হাতে প্রকাশ্যে ছাত্রী লাঞ্ছিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৭৮ পাঠক

লক্ষন বর্মন,নরসিংদী প্রতিদিন : নরসিংদীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করে বখাটেরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজ ক্যান্টিনের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিত ছাত্রী বাদী হয়ে সন্ধ্যায় শহরের ব্রাহ্মন্দী এলাকার বখাটে মেহেদী হাসান নিলয়ের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করেছে। এর পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সমালোচনার ঝর উঠে। বাখাটের বিচারের দাবীতে সোচ্চার হয়ে উঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
থানা সূত্রে জানা যায়, নরসিংদীর শহরের বৌয়াকুড় এলাকার আলমগীর হোসেনের মেয়ে র্স্বণা আক্তার নরসিংদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী। র্স্বণা কলেজ ক্যান্টিনের সামনে গিয়ে অনার্স ভবনে যাওয়ার সময় একই কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বখাটে মেহেদী হাসান নিলয় অশ্লীল মন্তব্য করে। স্বর্ণা অশ্লীল মন্তব্যের কারণ জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে অসদাচরণ এবং গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় বখাটে নিলয় স্বর্ণাকে এলোপাথাড়ি চরথাপ্পর মারিয়ে লাঞ্ছিত করে। ওই সময় আশপাশের ছাত্রীরা এগিয়ে আসলে বখাটে নিলয় পালিয়ে যায়।
খবর পেয়ে লাঞ্ছিত কলেজ ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলামের নিকট বখাটে নিলয়ের বিচার দাবী জানায়। ওই সময় অধ্যক্ষ বখাটের বিচার না করে উল্টো ছাত্রীকে ৪/৫ জন মিলে চলাচলের পরামর্শ দেয়।
এই ঘটনায় সন্ধ্যায় নির্যাতিত ছাত্রী বাদী হয়ে শহরের ব্রাহ্মন্দী এলাকার বখাটে মেহেদী হাসান নিলয়ের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করেছে।
নির্যাতিত কলেজ ছাত্রী স্বর্ণা আক্তার বলেন, কলেজ ক্যাম্পাসেও কি আমরা নিরাপদ না। বখাটে প্রকাশ্যে আমাকে ইভটিজিং ও লাঞ্ছিত করলো কিন্তু অধ্যক্ষ স্যার তাঁর বিচার না করে উল্টো আমাকে বারাবারি না করার পরামর্শ দিয়েছে। তিনি প্রথমে সিসি টিভির ফুটেজ নষ্ট হয়ে গেছে দাবী করলেও পরে ভিডিও ফুটেজ দিতে বাধ্য হয়। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে এই কলেজ আঙ্গিনায় কোন ছাত্রী আর নিরাপদ থাকবেনা।
নির্যাতিত ছাত্রীর মা জোহরা বেগম বলেন, এই ঘটনার পর আমার মেয়েকে কলেজে পাঠাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী বলেন, থানায় সাধারণ ডায়রী হওয়ার পর ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে বখাটে নিলয়কে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD