1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে পুলিশের কড়াকড়ি নিরাপত্তা, মহাসড়ক ফাঁকা, যানবাহন না পেয়ে ভোগান্তিতে সাধারন মানুষ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৭৪ পাঠক

লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশ জুড়ে কড়াকড়ি নিরাপত্তার কারণে পরিবহনের সঙ্কট দেখা দিয়েছে। এই রায়কে কেন্দ্র করে নরসিংদীতে নাশকতা ঠেকাতে ঢাকা-সিলেট মহাসড়কে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মহরা ও পুলিশের তল্লাশি এবং আইনশৃঙ্খলার বাহিনী ছিল বেশ তদপর। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। এইদিকে ঢাকা-সিলেট মহাসড়কে কিছু কিছু রেগুনা সার্ভিস চলাচল করলেও দূরপাল্লা গাড়ি চলাচল না করায় যাত্রী পড়েছে ভোগান্তিতে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদীর শহর ও ঢাকা- সিলেট মহাসড়কে আইনশৃঙ্খলার বাহিনী সদস্য ছিল চোঁখে পড়ার মত। গাড়ী না থাকায় রাস্তার পাশে ভিড় জমায় যাত্রীরা।
গুলোতে থমথমে পরিবেশ বিরাজ করছে। এইদিকে সকাল থেকে প্রতিটি উপজেলা ঘুরে দেখছে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি মাঠে থাকার ঘোষণার কারণে পুরু জেলা জুড়েই আতঙ্ক। এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জেলার মহাসড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল ঘন ঘন টহল দেয় মহাসড়কজুড়ে। এমন আতঙ্কে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব ধরনের যানবাহন থামিয়ে চালানো হচ্ছে তল্লাশী। ঢাকা অভিমুখে যেতে দেয়া হচ্ছে না কোন ধরণের যানবাহন।
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীর উপস্থিতি থাকলেও দূরপাল্লার যানবাহন না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ৫ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে সিলেট থেকে ছেড়ে আসা কিছু যাত্রীবাহি চলাচল করতে দেখা গেছে। সাথে সাথে স্থানীয় ছোট ছোট যানবাহনও চলাচল শুরু করে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD