1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিক্ষিতদের ফসলের মাঠে যেতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ২৫০ পাঠক

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার, ০১ মার্চ ২০১৮: পড়াশোনা করে অনেকেই কৃষিকাজ করতে লজ্জাবোধ করে। তাই ছোটবেলা থেকে ছেলে মেয়েদের কৃষিকাজে আগ্রহী করে তুলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, লেখাপড়া শেখার পর অনেকে ফসল ফলাতে চাই না। এ ধরনের মনোভাব পরিহার করতে হবে। নিজের হাতে ফসল ফলানো লজ্জার কিছু নেই। বরং গর্বের। আর নিজের হাতে লাগানো বাগানের ফল খেতে স্বাদও লাগে।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে রাজধানীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ফসল ফলানো, কৃষি খামার, কৃষি গবেষণা, মৎস্য চাষে অবদান রাখায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন। এদের মধ্যে চার ব্যক্তি এবং মৎস্য অধিদপ্তর পেয়েছে স্বর্ণ পদক।

এসময় কৃষিমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষা কারিকুলামে কৃষি কাজে আমাদের শিক্ষার্থীরা যেন আন্তরিক হয় এবং তার ব্যবহারিক শিক্ষা যেন থাকে সেটার দিকে বিশেষভাবে ব্যবস্থা নেয়া দরকার বলে আমি মনে করি।’

‘সে জন্য আমি চাইছি যে, ছেলেমেয়েরা যেন ছোট বেলা থেকেই এটা শিখে নেয়, তাদের জানা উচিত, শেখা উচিত।’

শেখ হাসিনা বলেন, ‘কৃষি থেকে ধীরে ধীরে আমরা শিল্পে উন্নীত হবো, কিন্তু কৃষি বাদ দিয়ে না। কারণ, কৃষিই তো আমার কাঁচামালের যোগানটা দেবে। আর খাদ্যের যোগান দেবে।’

গবেষণার সফলতায় কৃষি উৎপাদন বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই গবেষণা ও প্রযুক্তির কল্যাণে আমাদের কৃষকরা ধান উৎপাদনে সাফল্য দেখিয়েছেন। সেজন্য ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থান লাভ করেছে বাংলাদেশ।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD