1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী ও শিশু জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৬৫ পাঠক

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শনিবার, ১৭ মার্চ ২০১৮:
নরসিংদীতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে।

সকালে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষে সদ্যাগত জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে সমাপ্ত হয়।

র‌্যালীতে মুক্তিযোদ্ধা, বয়েজ স্কাউট, গার্লস গাইড, পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক, নাট্য প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে।

পরে শিল্পকলা একাডেমিতে মহান নেতা বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেসক্লাবের আহ্বায়ক নিবারণ রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা, সাবেক অধ্যক্ষ সূর্য কান্ত দাস প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে নরসিংদী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইছাক খলিল বাবুল, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম লিমন প্রমুখ বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

এর আগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নবাগত পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD