1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

‘উন্নয়ন সমতাভিত্তিক হচ্ছে না’

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৫৮ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮:
দেশের উন্নয়ন সমতাভিত্তিক হচ্ছে না বলে অভিযোগ করেছেন খাদ্য অধিকার বাংলাদেশ ভাইস চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ। তিনি বলেন, ‘দেশে ধনীরা আরো ধনী হচ্ছে। মধ্যবিত্তরা উচ্চ মধ্যবিত্তরা হচ্ছে না। আর গরীব আর আরো গরীব হচ্ছে। আমাদের উন্নয়ন বৈষম্যহীন বা সমতাভিত্তিক হচ্ছে না।’

মঙ্গলবার (২৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনয়াতনে ‘নারী ও কন্যা শিশুদের খাদ্য পরিস্থিতি এবং খাদ্য অধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘সামাজিক প্রক্রিয়ার বিষয়গুলো শুধু আইন দিয়ে সমাধান করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন নির্দিষ্ট সময় এবং সচেতনতা। নারী ও কন্যা শিশুদের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আচরণগত ও মানষিক পরিবর্তন অপরিহার্য।’

তিনি বলেন, ‘আশির দশকে দেশে নারীদের যে অবস্থা ছিল তা এখন আর নেই। তার মানে তাদের উন্নতি হয়েছে। তবে এ উন্নতির গতি আরও বাড়াতে হবে।’

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার বলেন, ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় ১২টি জেলার ২৩টি উপজেলায় ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। খাদ্যাভাসের ইতিবাচক পরিবর্তনে বিভিন্ন উদ্যোগ ও প্রশিক্ষন দিচ্ছে সরকার।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল করীম এনডিসি বলেন, ‘ক্ষুধা-দারিদ্র রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। খাদ্য অধিকার একটি মানবাধিকার, অন্যান্য মানবাধিকার নিশ্চিত করতে খাদ্য অধিকার সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। সব বেসরকারি সংগঠনকে বিষয়টিকে তাদের কর্মসূচিতে অন্তর্ভূক্ত করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন বলেন, ‘নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন জোরদার করতে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। খাদ্য অপচয় রোধ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করতে পারে নারী ও শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাড‌ভো‌কেট কামরুল ইসলাম, অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ দেশীয় পরিচালক সাকেব নবী, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়ক কানিজ ফাতেমা প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD