1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পুত্রবধূর কাছে যে ৫ বিষয় গোপন রাখেন শাশুড়ি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৯৬ পাঠক
বউ-শাশুড়ির সম্পর্কটা সব সময় মধুর হয় না। এক ছাদের নিচে থাকতে গিয়েসুখ-দু:খ মিলিয়ে সংসার।

লাইফস্টাইল ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮: বউ-শাশুড়ির সম্পর্কটা সব সময় মধুর হয় না। এক ছাদের নিচে থাকতে গিয়ে বিভিন্ন সময়ে ঝগড়াঝাঁটি থেকে শুরু করে অনেক অপ্রত্যাশিত ঘটনাও ঘটে থাকে। তবে ভালো সম্পর্ক যে নেই তা কিন্তু নয়। সুখ-দু:খ মিলিয়ে সংসার। তবে আপনি জানেন কি শাশুড়িরা অনেক সময় ছেলে বউয়ের উপর খুশি থাকলেও তা মুখে বলতে চান না। অনেক বিষয় গোপন রাখেন ও এড়িয়ে যান। এর পেছনে খুব বড় যে কারণ আছে বিষয়টি কিন্তু এমন নয়।


আসুন জেনে নেই এমন সাতটি বিষয় যা শাশুড়িরা বউদের কাছে গোপন রাখতে পছন্দ করেন।

* ছেলের প্রতি ভালোবাসা

বিয়ের পরে সব মায়েরা বুঝতে পারে ছেলের ভালোবাসা কিন্তু ভাগ হয়ে যায়। ছেলে আর তার একার নয়। ছেলে প্রতি তার যেমন দাবি আছে আবার ছেলের বউয়ের প্রতি ছেলের অনেক দায়িত্ব অধিকার। বিষয়টি তিনি বুঝলেও বউয়ের কাছে ভুলেও এটি প্রকাশ করেন না।

* ছেলের দেখভাল

বিয়ের পরে প্রত্যেক শাশুড়ি মনে করেন তার ছেলেকে দেখভালের জন্য একজন লোক পাওয়া গেল। আর তার দায়িত্ব অনেক কমে গেল। এই বিষয়টি শাশুড়িরা সব সময় গোপন রাখেন।

* নিরাপত্তাহীনতা

শুনে হয়তো অবাক হবেন যে বিয়ের পরে অনেক শাশুড়িই নিরাপত্তাহীনতায় ভোগেন। ছেলে শ্বশুরবাড়ি যাক এটা পছন্দও করেন না বেশিরভাগ শাশুড়ি। কিন্তু এটি কখনোই মুখে শিকার করেন না।

* শাশুড়ি পুত্রবধূ পেয়ে খুশি

শাশুড়িরা পুত্রবধূ পেয়ে কিন্তু মনে মনে খুশিই হয়। আর বউ যদি হয় মনের মতো, তাহলে তো কথাই নেই। কিন্তু শাশুড়ি এই কথা মনের মাঝে গোপনে লালন করেন। কাউকে বলেন না।

* ছেলের বউ দুজনেরই ভালো চান

শাশুড়িরা সব সময় ছেলের বউয়ের মঙ্গল কামনা করেন কিন্তু মুখে বলতে চান না। বউ ভালো থাকলে ছেলেও ভালো থাকবে। উভয়ের জন্য দু:শ্চিন্তা করলেও বলতে চান না।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD