1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ২৮৭ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮: দেশের আট জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার আরোহী এক দম্পতিসহ তিনজন; দিনাজপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়কসহ তিনজন; রংপুরের বদরগঞ্জে পৃথক দুর্ঘটনায় নানা-নাতি; মাদারীপুরে পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন; চট্টগ্রামের রাউজানে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুইজন; খুলনায় বাসচাপায় পাঁচ বছরের শিশু; সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্যানের এক যাত্রী এবং বগুড়ায় এক ট্রাকচালক নিহত হয়েছে।

এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। বিস্তারিত আমাদের আঞ্চলিক অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে—ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ময়মনসিংহ শহরের বাইপাস মোড়ে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার আরোহী এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন। আহতদের মধ্যে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল আরিফও রয়েছেন। নিহতরা হলেন অভিজিৎ সিংহ পল্টু (৩০), তাঁর স্ত্রী মণি সিংহ রায় (২৭) ও মফিজ উদ্দিন (২৮)।
আহত আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, কিভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিনাজপুর: দিনাজপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়কসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সামনে গতকাল বিকেলে মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

নিহতরা হলেন ঠাকুরগাঁও সদরের কালীবাড়ী গ্রামের আনসারুল হকের ছেলে হুমায়ুন কবির (১৮) ও কাহারোল উপজেলার জোত মুকুন্দপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে নওশাদ হোসেন (১৮)। তাঁরা দুজনই দিনাজপুর হলি ল্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। হুমায়ুন কবিরের দাদা মারা গেলে বন্ধুকে নিয়ে জানাজায় অংশ নেওয়ার জন্য তাঁরা ঠাকুরগাঁও যাচ্ছিলেন। দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার এসআই সাদিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া দুপুরে জেলার ঘোড়াঘাটের ডুকডুকি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেল আহম্মেদ (২৯) নিহত হয়েছেন। রাসেল উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দীন দুলুর ছেলে। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, ওই ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

রংপুর : রংপুরের বদরগঞ্জে একই দিনে পৃথক দুর্ঘটনায় নানা-নাতি প্রাণ হারিয়েছেন। তাঁদের বাড়ি পৌর শহরের ফেসকিপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, নানা আব্দুল মালেক (৭০) গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের ১৩ নম্বর রেল ঘুণ্টি এলাকায় ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন। তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। একই সময়ে নাতি আলিয়ার রহমান (২৩) উপজেলার রামনাথপুর ইউনিয়নের সাত ঘরিয়াপাড়া এলাকায় ট্রলি খাদে পড়ে নিহত হন। আলিয়ার রহমান ওই ট্রলির চালক ছিলেন। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, পৃথক ঘটনায় নানা-নাতির মৃত্যুর ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

মাদারীপুর: মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এর মধ্যে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের কৃষ্ণের মোড় এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় সাইফুল ফকির (৮) নামের এক শিশু নিহত হয়। নিহত সাইফুল ফকির উপজেলার আমগ্রামের শামীম ফকিরের ছেলে। অন্যদিকে জেলার কালকিনির বালীগ্রামের ভাঙ্গাব্রিজ এলাকায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী মালয়েশিয়াপ্রবাসী দেলোয়ার বেপারী (৪৬) নিহত হয়েছেন। তিনি কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. লোকমান হোসেনের ছোট ভাই। রাজৈর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাউজান-চট্টগ্রাম: দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার পশ্চিম গহিরা এলাকায় বাসচাপায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী চাচাতো-জেঠাতো দুই ভাই। তারা হলো পশ্চিম গহিরার নুরুল আমিনের ছেলে দুবাইপ্রবাসী মো. নুরুন্নবী রুবেল (২৮) ও তাঁর চাচাতো ভাই মো. মহিউদ্দিনের ছেলে পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তারেকুল ইসলাম (১৬)।

খুলনা: গতকাল সকালে নগরীর খালিশপুরে বিআইডিসি সড়কে বাসচাপায় শামিমা আক্তার তন্নি নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার মা শিমুল আক্তার শিমু গুরুতর আহত হয়েছেন। নিহত তন্নি খালিশপুর আলমনগর পোড়া মসজিদের পাশের খালেক চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া ও প্লাটিনাম জুটমিলের শ্রমিক মো. দুলালের মেয়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী একটি বিআরটিসি বাস ভাঙচুর করে। খালিশপুর থানার এসআই হালিম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার এনায়েতপুর আঞ্চলিক সড়কের নাড়ুয়া বাজারের কাছে গতকাল সকালে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের যাত্রী মনসুর হোসেন (৪০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক রবিউল ইসলাম। নিহত মনসুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতা গ্রামের বাসিন্দা।

বগুড়া: গতকাল সকালে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জসিম উদ্দিন (৩৭) নিহত হয়েছেন। তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল বারী হাওলাদারের ছেলে। এতে আহত হয়েছেন চালকের সহকারী। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজল নন্দী জানান, আহত চালকের সহকারীর নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা করা হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD