1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ফেসবুক-ইউটিউব-গুগল করের আওতায় আসবে: এনবিআর চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ২৮৯ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ভিডিও দেখার সাইট ইউটিউব এবং সর্ববৃহৎ অনুসন্ধান ইঞ্জিন গুগলকে করের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বুধবার (৪ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংবাদপত্র শিল্প মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন। নোয়াব নেতাদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি একথা বলেন।

সভায় সেবাশিল্প হিসেবে সংবাদপত্রকে ভ্যাট-ট্যাক্সের আওতার বাইরে রাখারও প্রস্তাব করেন নোয়াব নেতারা। আর বিদেশি চ্যানেল সম্প্রচারে ল্যান্ডিং ফি নির্ধারণ, বিজ্ঞাপনে মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থা সহজ করার প্রস্তাব করেন অ্যাটকো নেতারা।

সভায় নোয়াবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বিশ্বে সংবাদপত্র পুরনো শিল্প। টেলিভিশন, অনলাইন, ফেসবুক, ইউটিউব, গুগলের কারণে পাঠক হারাচ্ছে সংবাদপত্র। ফলে এ শিল্পের বিজ্ঞাপন থেকে আয় কমছে। বাংলাদেশে বিগত কয়েক বছরে ৮-১০ শতাংশ হারে সংবাদপত্রের পাঠক কমছে। সরকারি এবং ব্যক্তিপর্যায়ের বিজ্ঞাপন থেকেও সংবাদপত্রের আয় কমে যাচ্ছে। বর্তমানে এটি একটি রুগ্ন শিল্প। আগামী ১০ বছর পর এ শিল্প থাকবে কিনা তা নিয়ে কথা হচ্ছে। ২০০৬ সালে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়। ২০১৪ সালে সেবাশিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দেশের অভ্যন্তরে সংবাদপত্রের আয় কমে গেছে, এর ওপর নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে ফেসবুক-ইউটিউবে বিজ্ঞাপন প্রচার। ফেসবুক-ইউটিউবে প্রচারিত বিজ্ঞাপনে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এ নিয়ে আমরা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছি। বাংলাদেশ ব্যাংক বলেছে, ফেসবুক-ইউটিউবে প্রচারিত বিজ্ঞাপনের লাভের অংশ কীভাবে সরকার পেতে পারে। ইউরোপসহ বিভিন্ন দেশ তুমুল যুদ্ধ করে ফেসবুক, ইউটিউব থেকে সুযোগ আদায় করেছে। ফেসবুক, ইউটিউব, গুগল থেকে রাজস্ব আয়ে কমিটি করলে তাতে সহযোগিতা লাগলে আমরা করবো।’

এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বাজেটে এর প্রতিফলন থাকবে। ফেসবুক, ইউটিউব, গুগলকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। এখন তাদের করের আওতায় আনা হবে।’

নোয়াব সভাপতি প্রশ্ন রাখেন, ‘সংবাদপত্র শিল্পে করপোরেট কর ৩৫ শতাংশ। যদি সেবাশিল্প হয়, তাহলে ৩৫ শতাংশ কর্পোরেট কর যৌক্তিক কিনা?’ অগ্রিম আয়কর প্রত্যাহার, নিউজপ্রিন্ট আমদানিতে কর প্রত্যাহার, কর্পোরেট করহার হ্রাস, বিজ্ঞাপনের ওপর অগ্রিম আয়কর ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাবও করেন নোয়াব সভাপতি। একইসঙ্গে সেবাশিল্প হিসেবে দেশের উন্নয়ন, অগ্রগতিতে ভূমিকা রাখায় সংবাদপত্র শিল্পকে সম্পূর্ণ করমুক্ত রাখার প্রস্তাব করেন তিনি।

মতিউর রহমান বলেন, ‘সরকারি বিজ্ঞাপনের রেট খুবই কম। এর ওপর সরকার ই-টেন্ডারে চলে যাচ্ছে। সরকারি বিজ্ঞাপনের বিল পেতে ভোগান্তি পোহাতে হয়। আমরা একটা হিসাব করে দেখেছি, সরকারি বিজ্ঞাপনে প্রায় ১০০ কোটি টাকা বকেয়া রয়েছে। সংবাদপত্রের টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ।’

মতিউর রহমানের সঙ্গে একমত পোষণ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে একটি কমিটি গঠন করা হবে।’

ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আয়কর আইনে অন্য সব শিল্প প্রতিষ্ঠানের জন্য এক ধরনের নীতি ও সংবাদপত্রের জন্য আলাদা নীতি। সাধারণ নিয়ম অনুযায়ী মূল বেতনের ৪০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া পান চাকরিজীবীরা; যা করমুক্ত। তবে সংবাদপত্রে এটি ৬৫ শতাংশ হওয়ায় ২৫ শতাংশের ওপর কর দিতে হয় সংবাদপত্র মালিকদের। এটি তুলে দেওয়া দরকার।’ এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সংবাদকর্মীদের বাড়ি ভাড়ার ভাতার ওপর কর প্রত্যাহার করা হবে।’

অ্যাটকোর সহ-সভাপতি মোজাম্মেল বাবু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি, আমাদের দেশে বিদেশি চ্যানেল প্রচারে কোনও ধরনের ফি দিতে হয় না। আমাদের দেশের চ্যানেল অন্য কোনও দেশে প্রচার করলেই সংশ্লিষ্ট দেশকে ল্যান্ডিং ফি দিতে হয়। পৃথিবীর প্রায় সব দেশেই এটা চালু রয়েছে। এসব চ্যানেলের বিজ্ঞাপন আয় থেকে রেভিনিউ বঞ্চিত হওয়ার পাশাপাশি সংকটে পড়ছে দেশীয় টিভি চ্যানেলগুলো। প্রাথমিকভাবে খেলা ও খবরের চ্যানেলগুলো বাদ দিয়ে বাকি সব চ্যানেলের ওপর ল্যান্ডিং চার্জ আরোপ করা দরকার।’

দেশে কেবল অপারেটরদের কাছে টিভি মালিকরা জিম্মি উল্লেখ করে সব অপারেটরদের ডিজিটাল তথ্যভাণ্ডারের মধ্যে নিয়ে আসার প্রস্তাব করেন তিনি। এটি হলে সরকার বছরে দেড় হাজার কোটি টাকার ভ্যাট আদায় করতে পারবে বলেও তিনি জানান। এ বিষয়ে একমত পোষণ করে একটি কমিটি গঠন করে কাজ করার প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান।

অ্যাটকোর চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ‘ফেসবুক-ইউটিউবের কারণে দেশের গণমাধ্যম সংকটে পড়েছে। এগুলোকে আইনের মধ্যে নিয়ে আসলে সবাই উপকৃত হবে। সংবাদপত্র শিল্প বেঁচে থাকবে।’ আগামী বাজেটে এ বিষয়গুলোর পাশাপাশি রফতানিবান্ধব নীতি করার প্রস্তাব দেন তিনি। তৈরি পোশাকের পাশাপাশি নতুন নতুন রফতানি শিল্প গড়ে ওঠার উপযোগী বাজেট প্রণয়নেরও প্রস্তাব করেন তিনি।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অ্যাটকোর সহ-সভাপতি আরিফ হাসান, পরিচালক ফারজানা মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় জনপ্রিয় রাইড সার্ভিস উবারে কর বসানো, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য আমদানি করা ইয়োলো বাসে শুল্ক সুবিধা প্রদান, ভূমি নিবন্ধন ফি কমানোসহ কিছু প্রস্তাব করা হয়। এনবিআর চেয়ারম্যান এসব বিষয়ে একমত পোষণ করেন।

তথ্য ও চিত্র: বাংলা ট্রিবিউন থেকে



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD