1. nahidprodhan143@gmail.com : নরসিংদী প্রতিদিন : নরসিংদী প্রতিদিন
  2. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  3. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  4. narsingdipratidin.mail@gmail.com : narsingdi :
  5. news@narsingdipratidin.com : নরসিংদী প্রতিদিন : নরসিংদী প্রতিদিন
  6. msprovat@gmail.com : ms provat : ms provat
  7. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  8. subeditor@narsingdipratidin.com : Narsingdi Pratidin : Narsingdi Pratidin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩ অপরাহ্নসীমানা পুননির্ধারণ: আপিল শুনানি শুরু ২১ এপ্রিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার ০৯ এপ্রিল ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা পুননির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি সংক্রান্ত আবেদনের আপিল শুনানি আগামী ২১ এপ্রিল থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ এপ্রিল) কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে সব আপিল আবেদন শুনানি শেষে ৩০ এপ্রিলে চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসির। নির্বাচন ভবনে দিনব্যাপী বিভাগভিত্তিক এসব শুনানি অনুষ্ঠিত হবে।’

এর মধ্যে ২১ এপ্রিল রংপুর, রাজশাহী, বরিশাল; ২৩ এপ্রিল খুলনা, সিলেট ও ময়মনসিংহ;
২৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগ এবং সবশেষ ২৫ এপ্রিল ঢাকা বিভাগের এ শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আরও জানান, এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪০টি আসনে পরিবর্তন এনেছে কমিশন। বাকি ২৬০টি আসনে দশম সংসদের সীমানা বহাল রাখা হয়। কিন্তু আপত্তি আবেদন এসেছে ৬০টি আসনের বিষয়ে।

৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন পড়ে; বাকি ২২৪টি আবেদন ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানিয়েছে।

বর্তমান সীমানা পরিবর্তন চেয়ে আবেদনের মধ্যে রংপুরে ৬২টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৪৩টি, বরিশালে ৮টি, ঢাকায় ৮২টি, সিলেটে ১৩২টি ও চট্টগ্রামে ৩২টি। তবে ময়মনসিংহে কোনো আপত্তি আবেদন পড়েনি।

গত ১৪ মার্চ ১৬টি জেলার ৪০ টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি। ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে।

follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
শাহিন আইটির একটি অঙ্গ-প্রতিষ্ঠান