1. nahidprodhan143@gmail.com : নরসিংদী প্রতিদিন : নরসিংদী প্রতিদিন
  2. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  3. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  4. narsingdipratidin.mail@gmail.com : narsingdi :
  5. news@narsingdipratidin.com : নরসিংদী প্রতিদিন : নরসিংদী প্রতিদিন
  6. msprovat@gmail.com : ms provat : ms provat
  7. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  8. subeditor@narsingdipratidin.com : Narsingdi Pratidin : Narsingdi Pratidin
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩০ পূর্বাহ্নসেনিজের ভরপুর নাচে গানের ভিডিও

রিপোর্টারের নাম
  • প্রকাশিত বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার,১১ এপ্রিল ২০১৮:
২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হন সুকণ্ঠী সেনিজ। এরপর মাঝে নিজেকে তৈরি করতে সময় নিলেন বেশ খানিকটা সময়। অবশেষে ২০১৬ সালে স্বনামে (সেনিজ) প্রকাশ হলো তার প্রথম একক অ্যালবাম। তার ঠিক দুই বছর পর বৈশাখী উৎসবের উপহার নিয়ে সবার সামনে হাজির হলেন তিনি।

১০ এপ্রিল সন্ধ্যায় বেশ ঘটা করে অন্তর্জালে প্রকাশ হলো তার নতুন গান ও ভিডিও।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির নাম ‘শর্ত’। রবিউল ইসলাম জীবনের কথায় রোমান্টিক এই গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

এদিকে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এই সময়ের অন্যতম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ।

এতে মূল মডেল হিসেবে দারুণ ঝলক দেখিয়েছেন সেনিজ নিজেই। মডেল হিসেবে আরও আছেন সৈয়দ সামিউল হক, নুসরাত আজিজ, শুভ প্রমুখ।

গান-ভিডিও প্রসঙ্গে সেনিজ বলেন, ‘প্রথম কথা হলো শ্রোতা হিসেবে জীবন ভাইয়ার কথা এবং ইমন ভাইয়ার সুর-সংগীত আমার খুবই ভালোলাগে।

এই গানটিতে একসঙ্গে দু’জনকেই আমি পেয়েছি। এই গানটির জন্য আমি প্রায় দুই বছরের প্রস্তুতি নিয়েছি। অবশেষে সেটি প্রকাশ পেয়েছে।

গানটির অডিও এবং ভিডিওতে একটা ম্যাসেজ হলো- ভালোবাসা হতে হবে শর্তহীন। ভিকি ভাইয়া দারুণ নির্মাণ করেছেন। শুটিংয়ে আমি খুবই মজা করেছি। প্রাণখুলে নেচেছি। আশা করছি গানটি সবার ভালোলাগবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও শোনা যাবে দেশের সবকটি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।

follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
শাহিন আইটির একটি অঙ্গ-প্রতিষ্ঠান