1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

তৃতীয়বারে মতো আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৮ মে, ২০১৮
  • ২২২ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, সোমবার, ২৮ মে ২০১৮: তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। সাতবারের মতো ফাইনালে ওঠা দলটি জানিয়ে দিল, আইপিএলের রং আসলে হলুদ। শিরোপা লড়াইয়ের ম্যাচে শেন ওয়াটসনের ১১৭ রানের অপরাজিত ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদের ১৭৯ রানের লক্ষ্য পার হয়ে গেল একেবারে অনায়াসে। ম্যাচ জিতে নিল ১১ বল আর ৮ উইকেট বাকি থাকতে।

রোববার (২৭ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি হায়দ্রাবাদের। ওপেনার শ্রীবৎস গোস্বামি (৫) দ্রুতই বিদায় নেন রান আউটে কাটা পড়ে। হায়দ্রাবাদের রান তখন ১৩। তবে শেখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন। ধাওয়ান ২৫ বলে ১ ছক্কা ও ২ চারে ২৬ রান করে ফিরেন

এরপর দ্বিতীয় উইকেটে উইলিয়ামসন ও সাকিব গড়েন ৩৭ রানের জুটি। উইলিয়ামসন ৩৬ বলে ৪৭ রান ফিরলে এই জুটির পতন ঘটে। হায়দ্রাবাদ অধিনায়কের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৫টি চার। সাকিব চেন্নাই বোলারদের চতুর্থ শিকার হন। ব্রাভোর বলে ফেরার আগে ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন।

এরপর ইউসুফ পাঠান উইকেটে এসে ঝড় তোলেন। ২৫ বলে খেলেন ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৫ রানের ইনিংস। ব্র্যাথওয়েট ১১ বলে ২১ রান করেছেন ৩ ছক্কায়। ইনিংসের একেবারের শেষ বলে আউট হয়েছেন তিনি।

চেন্নাইয়ের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি, শার্দুল ঠাকুর, করন শর্মা, ডোয়াইন ব্রাভো ও রবীন্দ্র জাদেজা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD