1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিক্ষার্থীদের বিক্ষোভ যৌক্তিক: কাদের

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩৪৬ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার,১ আগস্ট ২০১৮: বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০১ আগস্ট) রাজধানীর সেতু ভবনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দুইজন মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে গেল। তার প্রতিবাদে এ ধরনের বিক্ষোভ অযৌক্তিক মনে করি না’।

সেতুমন্ত্রী বলেন, ‘সড়কপথে শৃঙ্খলা ফেরাতে এবার প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়েছেন। তিনি শৃঙ্খলা ফেরাতে নির্দেশ দিয়েছেন। সড়কে বিশৃঙ্খলা দূর করতে পরবর্তী সংসদ অধিবেশনে সড়ক পরিবহন আইন পাস করা হবে। আগামী সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে সড়ক পরিবহন আইন উত্থাপন করা হবে। এ আইন পাস হলে আশা করি সড়কে শৃঙ্খলা ফিরে আসবে’।

নৌ-মন্ত্রীর কথায় সরকার বিব্রত কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বিব্রত কি না তা প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে বুঝা যায়’।

সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চলমান বিক্ষোভের চতুর্থ দিনে ভাঙচুর ভীতির কারণে বাস মালিকেরা রাস্তায় গাড়ি নামায়নি’।

এসময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হয়ে শ্রেণীকক্ষে ফিরে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, রবিবার বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় আরও ১৫ শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে বুধবার (০১ আগস্ট) চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা রাজপথে নেমে এলে পুরো ঢাকা স্থবির হয়ে পড়ে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD