1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সম্পাদক পরিষদের মানববন্ধন স্থগিতের অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রীর চিঠি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮১ পাঠক

নিউজ ডেস্ক-
নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার,
২৭ সেপ্টেম্বর ২০১৮:
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানিয়েছেন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনামের কাছে পাঠানো এক চিঠিতে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ ও বিবৃতি তথ্য মন্ত্রণালয় গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেছে।

চিঠিতে বলা হয়, সংবাদপত্রসহ সকল গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও তথ্য অধিকারের প্রতি সরকারের আন্তরিকতা ও শ্রদ্ধা সমুন্নত রেখে বিষয়টির দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকের একান্ত প্রয়োজন। আলোচনাসাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে বলে আমার দৃঢ়বিশ্বাস।

তথ্যমন্ত্রী ইনু চিঠিতে বলেন, আগামী ৩০শে সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অথবা আপনাদের সুবিধাজনক তারিখ, সময় ও স্থানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ আমি আপনাদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হতে আগ্রহী। চিঠির শেষ অংশে সম্পাদক পরিষদ আহূত আগামী ২৯শে সেপ্টেম্বর ২০১৮ শনিবারের মানববন্ধন কর্মসূচিটি স্থগিত রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান মন্ত্রী।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD