1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

‘তিতলি’র আঘাতে ভারতে ৮ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৩৩০ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮: ভারতের অন্ধ্র প্রদেশে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ খবর প্রকাশ হয়েছে।

খবরে জানানো হয়েছে, তিতলির আঘাতে তিন জেলে নিখোঁজ রয়েছেন। এক হাজার একর কৃষি জমির ফসল ও তিন হাজার একর উদ্ভিদের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার সকালের দিকে অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম ও ওডিশার গোপালপুরে তিতলি আঁছড়ে পড়ার সময় ঘণ্টায় এর গতিবেগ ছিল ১২৬ কিলোমিটার। এরই মধ্যে ওডিশা সরকার উপকূলবর্তী এলাকার ৩ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দু’দিনের জন্য স্থানীয় সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে ওডিশা সরকার।

তিতলির প্রভাবে গতকাল বুধবার থেকে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ চলছে। কলকাতা ও এর আশপাশের এলাকাসমূহে ঝড়োবাতাস বইছে।

এদিকে ‘তিতলি’র প্রভাবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শুরু হওয়ার পর বৃহস্পতিবার সৃষ্ট সাগরের উত্তাল ঢেউয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় কবলিত ওইসব এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে চাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD