1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

জাতীয় পার্টিকে শক্তিশালী করা হবে : রাঙ্গা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২১৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,০৩ ডিসেম্বর ২০১৮:
জাতীয় পার্টিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির নব নিযুক্ত মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘তৃণমূলের সব নেতাকর্মীদের আবারও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দলকে শক্তিশালী করতে আমরা আরও রাজনৈতিক কর্মী তৈরি করবো।’ তিনি জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যমের সহায়তাও কামনা করেন। সোমবার বিকেল চারটায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে নব নিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়ে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, ‘মহাজোটের (১৪ দল) কাছে জাতীয় পার্টি ৫২টি আসন প্রত্যাশা করে। তবে তাদের সঙ্গে আলাপ -আলোচনার মাধ্যমেই আসন চূড়ান্ত করা হবে।’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘৯ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্তভাবে আসন বণ্টন হবে। কোনোভাবেই মহাজোটে ভুল বোঝাবুঝি হবে না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, ‘দলের মধ্যে কেউ মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকলে, তার বিরুদ্ধে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য প্রয়োজনে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।’

জাতীয় পার্টির নব নিযুক্ত মহাসচিব আরও বলেন, ‘গত নির্বাচনের আগেও দলের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তাতে আমরা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল পাইনি। এবারও নির্বাচনের পূর্বে একটি অশুভ শক্তির তৎপরতায় স্বাভাবিক কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত হচ্ছিল। হায়েনার মতোই অশুভ শক্তি তৎপরতা শুরু করেছিল।’

বিএনপির সমালোচনা করে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিনা বিচারে সাতবছর জেলখানায় আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে।’

গণমাধ্যমের সঙ্গে আলোচনায় রাঙ্গা আরও বলেন, ‘আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ তৃণমূলে আবারও ছড়িয়ে দেবো, যাতে প্রতিটি মানুষ ভোট দেওয়ার আগে একবার হলেও ভেবে দেখবেন। তাদের সামনে তুলে ধরা হবে হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছরের শাসনামল।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছে আমরা হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন, সুশাসন এবং মানবিক কর্মসূচি তুলে ধরতে পারলে দেশের মানুষ অবশ্যই জাতীয় পার্টির লাঙলে ভোট দেবে।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD