1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৬৬ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,১৯ ডিসেম্বর ২০১৮:
চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে আবারও আওয়ামী লীগ ক্ষমতার আনার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত ১৬ আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচিতি উপলক্ষে আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চট্টগ্রাম সবসময় অবহেলিত ছিল। শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই চট্টগ্রামের উন্নয়ন হয়। মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে চট্টগ্রামের উন্নয়ন হয়েছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই চট্টগ্রামের উন্নয়ন হচ্ছে। ৩০ ডিসেম্বর নৌকায় সবার কাছে ভোট চাই, যাতে উন্নয়নের গতি অব্যাহত রাখতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করেছি। বিমানবন্দর উন্নয়নে পদক্ষেপ নিয়েছি। চট্টগ্রাম বিমানবন্দর আরও উন্নত করব।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে ঘুনধুম পর্যন্ত রেললাইনের কাজ শুরু করে দিয়েছি। আগামীতে ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন করে দিব যাতে দ্রুত চলাচল করতে পারেন। পুরো চট্টগ্রাম জেলা ও বিভাগক ঘিরে উন্নয়নের ব্যাপক কাজ হাতে নিয়েছি।’

মিরসরাইয়ে একটি ইপিজেড এবং বন্দরে বে-টার্মিনাল করা হবে জানিয়ে তিনি বলেন, ‘নানা কর্মকাণ্ড হাতে নিয়েছি। সঠিকভাবে এসব বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যারা দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং এর সাথে জড়িত, যারা ক্ষমতায় গেলে ১০ ট্রাক অস্ত্র আনে, বিদেশে অর্থ পাচার করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে- আপনাদের কাছে এই আহ্বান।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়নে প্রয়োজন গণতন্ত্র এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা। আগামী নির্বাচনে আশাকরি চট্টগ্রামবাসী আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ করে দিবে।নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকারে রাখুন যেন সেবা করতে পারি। আপনাদের দোয়া চাই।’

প্রার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আন্তরিকতার সাথে কাজ করলে যাতে সবাই জয়ী হয়ে আসতে পারেন।’

গত ১০ বছরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম-১ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘সারাদেশে যে উন্নয়ন হয়েছে আশাকরি তা অব্যাহত রাখতে আপনাকে ১৬টি আসন উপহার দিতে পারব।’

বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি, চট্টগ্রাম-৮ আসনের মহাজোট প্রার্থী মঈনুদ্দিন খান বাদল বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশ কতটুকু এগিয়েছে তা আজকের সভাই প্রমাণ করে। কোনোদিন কল্পনাও করিনি এভাবে ভিডিও কনফারেন্সে সভা হবে।’

মঈনুদ্দিন খান বাদল বলেন, ‘একটা কথা চাঁটগাইয়া ভাষায় বলতে চাই। কেউ আপনাকে বুঝিয়ে দেবে। লোকে বলে- ১০ বছর আগে আঁরা আছিলাম ফকিন্নির পুত, এখন অই রাজার পুত। তাই এবারের ভোট বাংলাদেশের মানুষের ওপর আপনার হক।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘কেন, আমি বুঝি তো (চট্টগ্রামের ভাষা)।’

শেখ হাসিনা এসময় বলেন, ‘আর কেউ ফক্কিনির পুত বলতে পারবে না। এখন বলেও না। আগে হয়ত বলত। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

গত দুই মেয়াদে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধপরাধীদের রায় কার্যকর করেছি। বাংলাদেশ অভিশাপমুক্ত হয়েছে। উন্নয়নের গতিধারা এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। জীবনমান বদলে যাচ্ছে। দ্বারিদ্রের হাত থেকে মুক্তি মিলছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে।’

সভার সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আরেকবার আপনাকে প্রধানমন্ত্রী করব। নৌকার জয় হোক, আপনার জয় হোক।’

উত্তরে শেখ হাসিনা বলেন, ‘চট্টগ্রামবাসীর জয় হোক।’

দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও নগর কমিটির আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম ও দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ।

সভায় সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে ড. হাছানা মাহমুদ, ফজলে করিম চৌধুরী, সামশুল হক চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান মিতা, দিদারুল আলম, নজিবুল বশর মাইজভান্ডারি, এম এ লতিফ, আফসারুল আমীন উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD