1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সুষ্ঠু নির্বাচন চে‌য়ে একাই মানববন্ধন!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ১৮৮ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২১ ডিসেম্বর ২০১৮:
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের দৃশ্যটি ছিল অনেকটাই ফাঁকা ভাব। অন্য স্বাভাবিক সময়ের মত ছিলনা মানববন্ধন-সমাবেশ বা মানুষের ভিড়। এমন অবস্থায় জাতীয় প্রেসক্লাবের সামনে একাই একজন ৩ টি প্ল্যাকার্ড এবং একটি জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন।

একা মানববন্ধনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হলেন তেজগাঁও কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী মোখলেছুর রহমান সাগর। তিনি আসন্ন একাদশ নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং জনগন যা‌তে তা‌দের ভোট দি‌তে পা‌রে তার ব্যবস্থা করার দা‌বি জা‌নি‌য়ে‌ এ মানববন্ধন করেছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণত দাবি আদায়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান, মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু প্ল্যাকার্ড নিয়ে একাই রাজপথে দাঁড়ানো দেখে সবার আগ্রহের দৃষ্টি তখন তার দিকেই। অনেকটা আগ্রহবশত এগিয়ে গিয়ে আলাপ হয় তার সা‌থে।

একটি অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহনযোগ্য, অংশগ্রহণ মূলক নির্বাচনের দাবি নিয়ে তিনি রাজপথে দাঁড়িয়েছেন। কিন্তু আপনি একা কেন? এমন প্রশ্নের জবাবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জনপ্রিয় বাংলা গানের দুইলাইন গেয়ে বললেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে……’

তিনি বলেন, ‘সাধারন মানুষের প্রত্যাশা তারা ভোট দিবে, তাদের আশার প্রতিফলন ঘটবে। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ,সুষ্ঠ, শান্তিপূর্ণ,অংশগ্রহণমূলক হয় এই দাবি জানিয়েই আমি একা রাজপথে নেমেছি। অন্যদের এখানে আসতে বললে হয়তবা স্বার্থ না থাকার কারনে তারা আসবেনা, আর আমিও হয়তোবা মানববন্ধনে তাদের আনার জন্য ওদের টাকা দিতে পারবো না। যে কারনে একাই এসেছি।’

তিনি বলেন, ‘২০১৩ সাল থেকে নিজের বিবেকের তাড়নায় এককভাবেই দেশের মানুষের বিভিন্ন সমস্যা এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে প্রতিবাদ ও সামাজিক সচেতনমূলক কাজ করে আসছি। আমার এসব দাবি আদায়ের আন্দোলনে কেউ আমার সঙ্গে না আসলেও আমি একাই রাজপথে নামি সব সময়।’

আলাপকালে তিনি জানান, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জামালপুরে। তিনি বর্তমানে রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD