1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলায় ৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৩৪৪ পাঠক

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,২২ ডিসেম্বর ২০১৮ : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো শনিবার এ তথ্য জানিয়েছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন জানান, প্রথম বোমাটি বিস্ফোরণের পরপর দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এটি কী ধরণের বোমা ছিল তা এখনো জানা যায়নি।

তিনি বলেছেন,‘প্রথম গাড়িবোমাটি একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরিত হয় এবং পাঁচজন নিহত হয়, যাদের অধিকাংশ নিরাপত্তা বাহিনীর সদস্য। আরো চারজন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। দ্বিতীয় বিস্ফোরণটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দ্বিতীয় বোমাটি বিস্ফোরণের স্থানে তিনি অন্তত দুটি মৃতদেহ দেখেছেন।

আহমেদ আদবি নামে এক পুলিশ কর্মকর্তা জানান, যে তল্লাশি চৌকিতে গাড়িবোমটি বিস্ফোরিত হয়েছে সেখান থেকে প্রেসিডেন্টের বাসভবন মাত্র ৪০০ মিটার দূরে।

আল-শাবাব দুটি হামলারই দায় স্বীকার করেছে। দ্বিতীয় হামলাটির প্রসঙ্গে বলেছে, যারা প্রথম হামলার জবাব দিতে যাচ্ছিল তাদের লক্ষ্য করে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD