1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বিশ্বের যে প্রান্তেই যাও দেশকে ভুলে যেও না: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ১৬৪ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ২০ মার্চ ২০১৯:
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘কর্মজীবনে কিংবা চাকরির সুবাদে তোমরা বিশ্বের যে প্রান্তেই যাও দেশকে দেশের মানুষকে ভুলে যেও না। কর্মজীবনে গিয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের অবদানের কথাও ভুলে যেও না।’

গ্র্যাজুয়েটদেরি উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর সম্মানিত শিক্ষকেরা হলেন আত্মা। কাজেই শিক্ষার্থীদের উচিত হবে না বিশ্ববিদ্যালয়ের অবদান ভুলে যাওয়া।’

মঙ্গলবার (১৯ মার্চ) বুয়েটের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ এমন আশাবাদ ব্যক্ত করেন।

গ্র্যাজুয়েটদেরি উদ্দেশ্যে রাষ্ট্রপতি আরও বলেন, ‘চাকরির সুবাদে বিশ্বের যেকোনও প্রান্তে তোমাদের যেতে হতেই পারে। কিন্তু নিজ মাতৃভূমিকে কখনও ভুলে যেও না। সবসময় দেশ, জাতি, সমাজ, পরিবার ও নিজের কল্যাণে কাজ করবে।’

সরকারের বহুমুখী উন্নয়নের কথা তুলে ধরে আব্দুল হামিদ বলেন, ‘সরকার বহুমুখী পদ্মা সেতু, বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প, পায়রা সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে বুয়েট প্রকৌশলীদের অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।’

এসময় তিনি দেশ থেকে মেধা পাচার বন্ধের ওপরও গুরুত্বারোপ করেন।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে যে উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১’ গ্রহণ করেছেন তা বাস্তবায়নে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

১১তম সমাবর্তন অনুষ্ঠানে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগ থেকে ৫ হাজার ২৮৪ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট এবং পিএইচডি ডিগ্রি সনদ গ্রহণ করেন। পাশাপাশি সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্য স্বর্ণপদক লাভ করেন ১৮ জন শিক্ষার্থী।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী দীপু মনি, বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন অধ্যাপক মো. রফিক উল্লাহ, অধ্যাপক শেখ সেকেন্দার আলী, অধ্যাপক মো. মাহাবুবুল আলম, অধ্যাপক মো. সাইফুর রহমান ও অধ্যাপক ফরিদা নিলুফার প্রমুখ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD