1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে রাঁধুনী রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, মুচলেকা দিয়ে ছাড়া পেল মালিক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ১৮১ পাঠক

খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২১ মে ২০১৯: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে মাধবদীর রাঁধুনি রেস্টুরেন্টকে ভোক্তা আইনে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান পরিচালনায় বাধা সৃষ্টি ও অশোভনীয় আচরণের জন্য রেস্টুরেন্টের মালিক শুভকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।

সোমবার(২০ মে) বিকালে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরুখ খান নরসিংদী প্রতিদিনকে বলেন,পবিত্র মাহে রমজানে খাদ্যে ভেজাল ও চড়া মূল্য আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাধবদীর রাঁধুনি রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টটির সঠিক কাগজ পত্র না থাকায় এবং পরিবেশগত ত্রুটি থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রেস্টুরেন্টের মালিক শুভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা টিমকে লক্ষ্য করে অশ্লীল ভাষা ব্যবহার ও কাজে বাধা সৃষ্টি করলে তাকে সাময়িকভাবে আটক করা হয় এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।

তিনি আরো জানান, রমজান ও ঈদকে ঘিরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন সময়ই মাধবদী শহরে এ অভিযান পরিচালনা করা হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD