1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পশ্চিমবঙ্গে তৃণমূলের মমতাই আবার সরকার গঠনের পথে

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ২৩৫ পাঠক

নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২৩ মে ২০১৯: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়যাত্রাই অব্যাহত থাকছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে ১৪টি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল, বিজেপি এগিয়ে ৬টি আসনে, কংগ্রেস এখনও পর্যন্ত তিনটি আসনে এগিয়ে। রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম এগিয়ে থাকার খাতা এখনও খুলতেই পারেনি।

সব এক্সিট পোলই দেখিয়েছিল এ রাজ্যে মমতার ক্ষমতা বজায় থাকছে অধিকাংশ কেন্দ্রেই, কিন্তু সে ক্ষমতার উপর প্রশ্নচিহ্ন ফেলে দিচ্ছে গেরুয়া ছায়া। তৃণমূল কংগ্রেস ৩০টি আসন পাবে এমনটি কোনো এক্সিট পোলেই দেখা যায়নি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই বলে দিয়েছিলেন রাজ্যের সব কটি লোকসভা কেন্দ্রেই ক্ষমতা পাবে তার দল।

এক্সিট পোলের ফল প্রকাশিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন, তিনি আশঙ্কা করছেন ইভিএমে কারচুপির। যদিও দেশের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এ সব আশঙ্কা অমূলক। বিরোধীদের ভিভিপ্যাটের দাবি নাকচও করে দিয়েছে কমিশন।

রাজ্যের যেসব কেন্দ্রের দিকে নজর রাখতেই হবে, যেসব কেন্দ্রে যাকে বলে বিগ ফাইট হচ্ছে, তার মধ্যে রয়েছে আসানসোল (বিজেপির বাবুল সুপ্রিয় বনাম তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন); বসিরহাট (তৃণমূলের নুসরত বনাম বিজেপির সায়ন্তন বসু); হুগলি (লকেট চট্টোপাধ্যায় বনাম রত্না দে নাগ); যাদবপুর (বামফ্রন্টের বিকাশ ভট্টাচার্য বনাম তৃণমূলের মিমি চক্রবর্তী); রায়গঞ্জ (কংগ্রেসের দীপা দাশমুন্সি, তৃণমূলের কানাইয়া লাল আগরওয়াল, সিপিএমের মহম্মদ সেলিম, বিজেপির দেবশ্রী চৌধুরী এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন); ব্যারাকপুর (তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী বনাম বিজেপির অর্জুন সিং); বাঁকুড়া (তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায় বনাম বিজেপির সুভাষ সরকার); দার্জিলিং (বিজেপির রাজু বিস্ত বনাম তৃণমূল কংগ্রেসের অমর সিং রাই); মালদা উত্তর (তৃণমূল কংগ্রেসের মৌসম বেনজির নূর, বিজেপির খগেন মুর্মু, কংগ্রেসের ঈশা খান); (মেদিনীপুর (বিজেপির দিলীপ ঘোষ বনাম তৃণমূল কংগ্রেসের মানস ভুঁইয়া); দমদম (বিজেপির শমীক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, সিপিএমের নেপালদেব ভট্টাচার্য)।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD