1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

হিরো হতে চেয়েছিলেন সাইফউদ্দিন!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ২০০ পাঠক

স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,০৩ জুলাই ২০১৯:
পিঠের ব্যথা আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সাইফউদ্দিন। কিন্তু এ কথায় সন্তুষ্ট ছিলো না ঢাকাই মিডিয়া। ফলে সাইফউদ্দিনকে নিয়ে ছড়িয়ে পরে একটি গুজব। বলা হয়েছিল সাইফের বিগ ম্যাচ ‘ফোবিয়া’ আছে। তিনি বড় দল দেখলে ভড়কে যান, না খেলার বাহানা খোঁজেন। যেকোন ক্রিকেটারের বিপক্ষে এটি এক বড় অভিযোগ।

তবে তখন সাইফউদ্দিন সে অভিযোগ খন্ডন করেননি। তবে গতকাল (মঙ্গলবার) ব্যাটে এই গুজবের উত্তর দিয়েছেন সাইফউদ্দিন। নিশ্চিত পরাজয় জেনেও আত্মবিশ্বাসের সঙ্গেই লড়াই করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বোলার হওয়া সত্ত্বেও অসাধারণর ব্যাটিং করেছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে একটা সময়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে শেষ দিকে ৩৮ বলে ৫১ রান করে হারের ব্যবধান কমালেও দলকে জয় উপহার দিতে ব্যর্থ হন সাইফউদ্দিন।

ভারতের বিপক্ষে হার না মানা এই হাফ সেঞ্চুরি সম্পর্কে বলতে গিয়ে সাইফউদ্দীন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো খেলা এখনও খেলিনি। কিন্তু যুব দল ও ঘরোয়া ক্রিকেটে এরকম পরিস্থিতি হ্যান্ডেল করেছি। ওই অভিজ্ঞতার কথাগুলো মনে করেছি।’

সাইফউদ্দিন বলেন, ‘কিছুদিন আগে আমাকে নিয়ে একটা ব্যাড নিউজ হয়েছিল, আমি বড় ম্যাচের আগে ভয় পেয়ে ইনজুরির অজুহাতে সরে গিয়েছি। আমার খুব খারাপ লেগেছিল। তখন থেকে আমার পরিকল্পনায় ছিল যে, আমি বড় দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে হিরো হবো। ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমার ইচ্ছা ছিল ম্যাচ জেতানোর। আমার নামে যেসব কথা উঠছিল আমি যেন সেগুলোকে ভুল প্রমাণ করতে পারি এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা ছিল।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD