1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

‘হটলাইন কমান্ডো’ নিয়ে নামছেন সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ২১৭ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯:
সামাজিক নানা ব্যাধি ও জনগণকে সুস্বাস্থ্যের প্রতি সচেতন করতে টেলিভিশনে ‘হটলাইন কমান্ডো’ নামে লাইফস্টাইল-বিষয়ক একটি রিয়্যালিটি শো নিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

তিনি মনে করেন, ব্যক্তির শারীরিক সুস্থতার পাশাপাশি সমাজেরও সুস্থতা দরকার। সারা দেশে ইভটিজিং, ধর্ষণের মাত্রা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। আর এই ব্যাধিকে লাল কার্ড দেখাতে হবে। সমাজ থেকে সব ব্যাধি দূর করতে না পারলে স্বপ্নের সোনার বাংলাও গড়া যাবে না বলে জানান সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘হটলাইন কমান্ডো’র আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

এসময় তিনি মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও সুস্থতা ছাড়াও সামাজিক বিভিন্ন সমস্যা ও অসংগতির কথা তুলে ধরে এগুলো দ্রুত সমাধানে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সোহেল তাজ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে দেখা যাবে ‘হটলাইন কমান্ডো’। তার নিজের উপস্থাপনায় ১২ পর্বের এই রিয়্যালিটি শো প্রতিমাসের দুই মঙ্গলবার রাত ৮টায় প্রচারিত হবে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। যদিও পরে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এর পর আর তাকে সরাসরি কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি।

তবে নিজেকে রাজনৈতিক পরিবারের সন্তান উল্লেখ করে সোহেল তাজ সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন হয়তো আমি সরাসরি রাজনীতিতে নাই। কিন্তু আমি রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনীতি আমার রক্তে, দেশ আমার রক্তে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই।’

আবারও রাজনীতিতে যুক্ত হওয়ার কোনও সম্ভাবনা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে সোহেল তাজ বলেন, ‘আপাতত সক্রিয়ভাবে রাজনীতি করার সুযোগ নাই। আমার নতুন রিয়্যালিটি শোটি অনেক সময় নিয়ে নেবে। বাংলার মানুষের কাছে আমার অনেক ঋণ। হটলাইন কমান্ডো’র মধ্য দিয়ে কিছুটা ঋণ শোধ করতে চাই।’

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ যদি কোনও রাজনৈতিক দায়িত্ব দেয় তবে যেকোনও দুঃসময়েও তিনি ও তার পরিবার পাশে থাকবে বলে জানান সোহেল তাজ।

এখন আওয়ামী লীগের সুদিন উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে দুঃসময়ে আমার পরিবার ও আমি সবসময় আওয়ামী লীগের পাশে ছিলাম। এখন সুদিন চলছে। আর এই সুদিনে আমি অন্যভাবে আওয়ামী লীগকে সহায়তা করছি।’

তাজউদ্দিনপুত্র বলেন, ‘আমি শহীদ তাজউদ্দীন আহমদের সন্তান হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে অবশ্যই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। ব্যক্তিগতভাবে সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো।’

ব্যক্তি ও সমাজ প্রস্তুত না থাকলে রাজনীতি করা যায় না উল্লেখ করে সোহেল তাজ বলেন, ‘একটা সমাজ যদি প্রস্তুত না থাকে, আপনি কী রাজনীতি করবেন? রাজনীতি কাকে নিয়ে করবেন? রাজনীতি কি সাইনবোর্ড নিয়ে করতে হবে নাকি? সমাজ গড়তে পারলে, মানুষকে তৈরি করতে পারলে, সব সমস্যার সমাধান চলে আসে। এ মুহূর্তে এটাই আমার রাজনৈতিক পন্থা।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD