1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদী জালপট্টি মসজিদের ইতিহাস

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ১৮৬ পাঠক

এমদাদুল ইসলাম খোকন | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯: জালপট্টি মসজিদ বলা হয় প্রতি সোমবার দিন নিকটবর্তী স্থানে মাছধরার জাল কেনাবেচা হয় বলে।

কুমিল্লার প্রখ্যাত মাওলানা নুর মোঃ ছিদ্দিকী সাহেব এ এলাকায় কোরান তফছির করতেন। তিনি প্রায় ৪০/ ৪৫
বছর পূর্বে এ মসজিদে তফছির করতে এসে এ মসজিদের নামকরণ করেন মসজিদে আকবর। পরে মসজিদে আকবর কমপ্লেক্স – করা হয়। কিন্তু লোকমুখে জালপট্টি মসজিদ নামেই তার পরিচিতি। তো ইতিহাস আরো আছে,মসজিদ সংলগ্ন যে পুকুরটি রয়েছে তার নাম “বইচা পুকুর “। জমিদার হাসি বাবুর বাবার ছিল অম্বলের রোগ। কবিরাজ বলেছে কলা, পেঁপের ঝোল খেতে। এই ঝোল রান্নার জন্য পুকুরে শিং, মাগুর আর বইচা মাছ চাষ হতো। এই জন্য এর নাম হয় বইচা পুকুর। আজ থেকে ৬০/৬৫ বছর পূর্বে পুকুর পাড়ে আগত কৃষক, ক্রেতা জনসাধারণ নামাজ পড়তেন। লোকজন ঘাটে গোসল করতো। নুনেরটেকের একজন মজ্জুব হালতের পীর হযরত মাওঃ নুরুল ইসলাম লালপুরী একদিন পুকুরের পূর্ব পাড়ে কয়েকজন মুরিদান নিয়ে সম্ভবত আছরের নামাজ পড়েন । নামাজ শেষে পুনরায় সেজদায় অবনত হন।

দীর্ঘক্ষণ হয়ে যায় মাথা তুলেন না । অনেক পরে মাথা
তুলে এক মুষ্টি মাটি হাতে নিয়ে বলে উঠেন,এই খানে
একটা মসজিদ হবে। মাটিতে আমি মসজিদের গন্ধ পাচ্ছি। বুজুর্গের কথা ফলে যায়,আজ ঠিকই এখানে মসজিদ, আলিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা গড়ে উঠেছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD