1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর শেকড় সন্ধানী লেখক গবেষক সরকার আবুল কালাম

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৮০১ পাঠক

জাহিদ হাসান সরকার | নরসিংদী প্রতিদিন- সোমবার , ২৬ আগস্ট ২০১৯: শিল্প সমৃদ্ধ জেলা নরসিংদীতে রয়েছে বহু জ্ঞানী গুনি মানুষ। তাদের মধ্যে একজন হলেন সরকার আবুল কালাম। ১৯৪৪ সালে নরসিংদী সদর, করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম আব্দুল হেকিম পন্ডিত ও মা মরহুম সুফিয়া বেগম। তার প্রাথমিক শিক্ষা করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি এস.এস.সি আদিয়াবাদ মুসলিম উচ্চ বিদ্যালয়, এইচ.এস.সি ও বি.এ নরসিংদী মহাবিদ্যালয় এবং বি.এড ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ।

ছাত্রঅবস্থায় তিনি লেখালেখির সঙ্গে জড়িত হয়ে পড়েন। তার প্রথম উপন্যাস ‘চমন’ দিয়ে পাঠকের মন কাড়তে সক্ষম হন। তারপর ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে চর্চা শুরু করেন।

গ্রামীন ঐতিহ্য,জনজীবন এবং অঞ্চল ওয়ারী ইতিহাসের রেনু কথা সংগ্রহের কর্মসূচি গ্রহন করেন।সরকার আবুল কালাম এমন এক গবেষক প্রতিভা, যার কৃতিত্বের জন্য, বিশেষ করে শেকড় সন্ধানী লেখার জন্য সর্বোচ্চ পর্যায়ে স্বীকৃতি পাওয়া অনিবার্য হয়েছে এবং তিনি অনেক সম্মাননা পেয়েছেন।
তিনি কলমি,শিকড় সন্ধানী লেখক নামে পরিচিত।। তিনি আমাদের নরসিংদীর অন্যতম কৃতিসন্তান। তিনি নীরবে জীবনব্যাপী সাহিত্য সাধনা করে আসছেন।নরসিংদী জেলায় লেখক-গবেষক- কবি প্রমুখের তালিকা করলে সরকার আবুল কালামের নাম প্রথম সারিতে আসবে। নরসিংদী অঞ্চলকে নিয়ে লেখালেখি করে মনুষ্য-দৃষ্টিতে এনেছেন সরকার আবুল কালাম। তার এমন কর্মযজ্ঞের জন্য পেয়েছেন বহু পুরষ্কার, স্বীকৃতি।
উল্লেখ্যযোগ্য আলাউদ্দিন আল আজাদ সাহিত্য পুরষ্কর ও সনদ,নীলাচলে কলাবিতান সাহিত্য পুরস্কার সম্মাননা ও ক্রেস্ট,
শিকড় সন্ধানী লেখন অভিধা ও সম্মান প্রধান। এছাড়াও তিনি আরো বহু স্বীকৃতি পেয়েছেন।
তার লেখিত উল্লেখযোগ্য গ্রন্থরাজিঃ

>নরসিংদীর শহিদ বুদ্ধিজীবী।
>নরসিংদীর শহিদ মুক্তিযোদ্ধা।
>নরসিংদীর গুনিজন।
>কিংবদন্তি নরসিংদীর (১—-৫)
>নরসিংদী জেলায় ইসলাম।
নরসিংদীর ঐতিহ্য কথা।
নরসিংদীর চরাঞ্চল।
শহীদ আসাদ
নরসিংদী জেলায় ইসলাম

এছাড়াও আরো বহু গ্রন্থ তিনি লিখেছে। বহু উপন্যাস,রহস্য সিরিজ, নাটক ইত্যাদী লিখনের মাধ্যমে তিনি দানবীর কর্মযজ্ঞের পরিচয় দিয়েছেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD