1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর মেঘনা নদীতে ৬ জেলে আটক, ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ১৯৬ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন – বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ :
নরসিংদীর মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে ৬ জনকে আটক করেছে নৌ পুলিশ। এসময় ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটককৃতদের অর্থদ- দেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- সদর উপজেলার রসুলপুর গ্রামের জেলে মো: সফর উদ্দিন (৩০), শ্রীনগর গ্রামের জেলে মো: অলি (৪৫), ইকবাল হোসেন (২৫), তিতিরচর গ্রামের সোলেমান (৩৫), শুটকিকান্দি গ্রামের কাশেম আলী (৪০) ও জিতরামপুর গ্রামের ইউনুছ আলী (২৫)।

কমিপুর নৌ-পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে মঙ্গলবার দিনভর মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ শিকারের সময় ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৩৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ এইচ এম জামেরী হাসান আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন। এসময় জরিমানার টাকা আদায় হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD