1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও জঙ্গিবাদের স্থান হবেনা- এমপি মোহন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ১৭৫ পাঠক

শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ :
নরসিংদী -৩ শিবপুর সংসদীয় আসনের এমপি ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, শিবপুরে মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও জঙ্গিবাদের স্থান হবে না। তাঁরা যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
আজ (২৬ অক্টোবর)শনিবার নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেকস্থ তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি পুরস্কার, মায়ের পা ধোয়া ও ৪৫ জন আলোকিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,কোন অবস্থায় মায়ের অবাধ্য হওয়া যাবে না। কারণ মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত।

তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির সহকারী অধ্যাপক ও পরিচালনা কমিটির সভাপতি তফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধাণ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্ভিস কমিশনের সচিব মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ পরিচালক সুলতানা রাজিয়া, দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মো: নূর আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য কান্তদাস, প্রফেসর মোহাম্মদ আলী, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশির ও ডক্টর দেলোয়ার মোরশেদ প্রমুখ



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD