1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কর্মসংস্থান নরসিংদী’র মাধ্যমে চাকুরী পেল আরও ৬ যুবক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ২৬২ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯:
নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় স্থাপিত “জব কর্নার” এর মাধ্যমে ৩১৯ জনের চাকুরি প্রাপ্তির পর পরবর্তীতে চালু করা ওয়েবসাইট “কর্মসংস্থান, নরসিংদী” এর মাধ্যমে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে চাকুরি পেল আরও ৬ যুবক। এ নিয়ে এ পর্যন্ত চাকুরি পেলেন নরসিংদী জেলার মোট ৩২৫ জন বেকার যুবক-যুবতী।
রোববার (২৭ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৬ যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর চিনিশপুর শাখা ব্যবস্থাপকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়োগপ্রাপ্ত ৬ জন হলেন- নরসিংদী শহরের পশ্চিমকান্দাপাড়া মহল্লার মোঃ রাসেল মিয়া, বানিয়াছল মহল্লার মোঃ ফজলে রাব্বী, দত্তপাড়া মহল্লার ঋজু সাহা, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া গ্রামের মোঃ রাউফুল ইসলাম, আলোকবালী গ্রামের তানভীর উল ইসলাম ও পলাশ উপজেলার ডাঙ্গা ইসলামপুর গ্রামের আবু সাইদ।
জেলা প্রশাসন ও চাকুরিপ্রাপ্তরা জানান, শিল্প অধ্যুষিত নরসিংদী জেলায় বেকারত্বের হার কমানোর লক্ষ্যে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮-তে জেলা প্রশাসন নরসিংদী একটি ‘জব কর্ণার’ স্থাপন করে। এ কর্নারে জমাকৃত বেকার যুবক যুবতীদের জীবনবৃত্তান্ত থেকে স্ব স্ব যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি পান জেলার ৩১৯ জন বেকার। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টির জন্য পরবর্তীতে জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে “কর্মসংস্থান নরসিংদী” নামে একটি ওয়েবসাইট অ্যাপস ও ডাটাবেইজ চালু করা হয়। এই ওয়েবসাইটে জেলার চাকুরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দেয়ার সুযোগ পাচ্ছে। ওয়েবসাইটটি চালুর পর গত ৪ মাসে ১২ শতাধিক জীবনবৃত্তান্ত জমা পড়েছে। এর মধ্য থেকে বাছাই করে যোগ্যতার ভিত্তিতে জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি দেয়া হচ্ছে।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, উক্ত ওয়েবসাইটে জেলার চাকুরি প্রত্যাশীদের তথ্য সন্নিবেশিত থাকছে এবং শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার বা মানব সম্পদ বিভাগ এই ওয়েবসাইট থেকে তাদের চাহিদার ভিত্তিতে চাকুরির জন্য চাকুরি প্রত্যাশীদের সাক্ষাৎকার আমন্ত্রণ করতে পারছেন। এ ওয়েবসাইটের মাধ্যমে চাকুরি প্রত্যাশী ও চাকুরিদাতার মধ্যে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকে ৬ জনকে চাকুরি দেয়া হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD