1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী জেলা প্রশাসনে ই-নথি ও ই-সেবায় অবদানের জন্য পুরস্কার প্রদান

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ২১৪ পাঠক

স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
বুধবার ২৭ নভেম্বর ২০১৯:
ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী নরসিংদীতে আগমন উপলক্ষ্যে নরসিংদীতে জেলা রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধায় নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমী হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমশিনার মোহাম্মদ জয়নুল বারী। এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: আনোয়ারুল নাসের, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর নরসিংদী জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, জেলা প্রশাসনের ট্রেজারার শাহরিয়ার ও কর্মচারী কামাল হোসেন। সিনিয়র সহকারী কমিশনার(আরডিসি) আস সাদিক উজ জামান এর উপস্থাপনায় এসময় মূল প্রতিবেদন পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ।
জেলা প্রশাসনের ই-নথি ও ই-সেবায় অবদানের জন্য নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম জামেরী হাসান, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সার্ভেয়ার মো: রুহুল আমীন। ইউনিয়ন ভূমি সহকারী মো: আকতার হোসেন, মো: আবুল হাসেম ও মো: কামাল হোসেন ভূইয়া। ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, জাহাঙ্গীর খান মো: হাসিব আলীকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
এসময় প্রধান অতিথি সকলের উদ্যেশে বলেন, আগামী কিছু দিনের মধ্যে হার্ডকপি বলতে কিছু থাকবেনা সকল কিছুই ই-নথিতে ব্যবহার করা হবে। তাই এই সরকারের মূল লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে সকলকে আরো সচেতন হয়ে কাজ করার আহবান জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাজাহান মিয়াসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD