1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৪ পাঠক

স্টাফ রিপোর্টর। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০১৯:
“অভিগম্য আগামীর পথে” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে ২৮তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নরসিংদী সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী
নরসিংদী সদর উপজেলা গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নরসিংদী সদর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে আরেঅচনা করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. হেলাল উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামেরী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়াসহ আরো অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। কারণ দেশের উন্নয়ন কর্মকান্ডে দেশের সকল শ্রেণী পেশার মানুষ অবদান রেখে যাচ্ছে যার যার সাধ্যমতো। তাই আগামী এসডিজি বাস্তবায়ন করতে হলে দেশের সকলকে অংশগ্রহন করতে হবে। কেননা কাউকে অবহেলা করে পেছনে রেখে দেয়ার কোন সুযোগ নেই। তাই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ বিশেষ কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি নরসিংদী জেলা প্রশাসনও তাদের জন্য কাজ করে যাবে।
অনুষ্ঠানে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসাপাতাল, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, শিবপুর প্রতিবন্ধী স্কুল, স্পন্দন প্রতিবন্ধী সংস্থা, পিএমএসটিসি সংস্থা, পাপড়িসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD