1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ১৯৭ পাঠক

লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২০:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড উদ্যাপন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে নরসিংদী সিভিল সার্জন অফিস। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১২টার দিকে সিভিল সার্জন সেমিনার রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। আগামী ১১ জানুয়ারি ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম চলবে।
৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ৩৭ হাজার ১শত ৪৭ জন নীল রং এর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়স এর ৩ লক্ষ ২৩ হাজার ১শত ৭৩ জন শিশুদের লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৮ শত ১৪টি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম। ওরিন্টেশন কর্মশালায় তথ্য উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসিম আল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, সহ-সভাপতি এ.কে.এম ফজলুল হক, সহসাধারণ সম্পাদক হামিদুল হক আহাদ কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া, সাবেক সভাপতি নিবারণ রায়, সরকার আদম আলী, এম এ আউয়াল, মোস্তফা কামাল, বাদল দাসসহ নরসিংদীর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD