1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

হৃদরোগের চিকিৎসায় সুফি সঙ্গীত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ২৩০ পাঠক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ৩১ই জানুয়ারী ২০২০: তুরস্কের হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মানসিক শান্তির জন্য সুফি সঙ্গীতের ব্যবহার করা হচ্ছে । ডাক্তার বিনগুর সোনমেজ একজন কার্ডিয়াক সার্জন। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার অংশ হিসেবে সুফি সংগীত ব্যবহার করে আসছেন।

তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আর দশটা আধুনিক হাসপাতালের মতই দেখতে। কিন্তু এখানে থাকা রোগীদের অন্য হাসপাতালের তুলনায় ভিন্নভাবে পরিচর্যা করা হয়।

তিনি আইসিইউতে থাকা রোগীদের ঐতিহ্যবাহী সুফি সঙ্গীত শোনান। এক্ষেত্রে তিনি নিজেই বাঁশিতে সুফি সঙ্গীতের সুর তুলে তার রোগীদের শুনিয়ে থাকেন।

ডাক্তার সোনমেজ বলেন, ‘ আইসিইউতে আমরা রোগীদের শান্ত রাখতে সুফি গানের সুর শুনিয়ে থাকি। এই সুর তাদের আরো ভালো থাকতে সাহায্য করে।’ সুফিবাদ ইসলামের একটি মরমী শাখা। এটি ইসলামের আধ্যাত্মিক একটি দর্শন। আত্মা সম্পর্কিত আলোচনা এর মুখ্য বিষয়। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনই এই দর্শনের মূলকথা।

এদিকে ঐতিহ্যবাহী সুফি সঙ্গীতের প্রতি তুর্কিদের বিশেষ অনুরাগ রয়েছে। এই বিষয়ে ডাক্তার সোনমেজ জানান, ৫ শত বছর আগে ইউরোপে মানসিক রোগীদের জীবন্ত পুড়িয়ে মেরে ফেলতো, অথচ সেই সময়ে উসমানীয় সাম্রাজ্যে তাদের ভিন্ন পদ্ধতিতে নিরাময়ের চেষ্টা করা হতো।

তিনি বলেন, ‘ উসমানীয় শাসনামলে আমাদের দেশে মানসিক রোগীদের সঙ্গীতের সাহায্যে নিরাময়ের চেষ্টা করা হতো। বর্তমানেও তাই করা হচ্ছে। ’
অ্যানেসথেশিয়াসিস্ট এরল জান জানান, সঙ্গীত থেরাপির দেয়ার পর রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের হার এবং অক্সিজেন সরবরাহ সব কিছুই অনেক ভালো অবস্থায় পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের একটি ক্লিনিকের স্নায়ুবিজ্ঞানী দামির জানিগরো বলেন, ‘ অপারেশন কক্ষে সঠিক সঙ্গীত ব্যবহার করলে রোগী অনেক বেশি নিরুদ্বেগ থাকে। ফলে রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য বাড়তি কোন ওষুধ প্রয়োগ করতে হয় না। এছাড়া এধরনের থেরাপিতে রোগীর দ্রুত আরোগ্য হওয়ার সম্ভাবনা থাকে। ফলে তাকে বেশি সময় হাসপাতালেও থাকতে হয় না।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD