1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সাংবাদিক আটকের ঘটনায় ডিসি প্রত্যাহার ও বিভাগীয় মামলার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ১৭৬ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৫ মার্চ ২০২০ :
সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে আটক ও মোবাইল কোর্ট বসিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ঐ জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ (১৫ মার্চ) দুপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।  একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিককে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সুজাউদ্দৌলা জামিনের আদেশ দেন।কারাগার থেকে বের হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান। তার স্ত্রী মোস্তারিমা সরদার বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন করায় এবং ফেইসবুকে দুর্নীতি সংক্রান্ত পোস্ট দেওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে মাদকবিরোধী অভিযানের কথা বলে আটক করে। এবং পরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিযোগ অস্বীকার করে ডিসি সুলতানা পারভীন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ' যদি ঐ ঘটনাই হতো, সেটা তো এক বছর আগের কথা। ঐটা যদি কোন বিষয় হতো, তাহলে তো তখনই আমরা একশনে যেতাম। তিনি বলেন, টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে গভীর রাতে সাংবাদিকদের বাসায় টাস্কফোর্সের অভিযান মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে সাংবাদিক সমাজ প্রতিবাদ জানায়। এবং এ অভিযান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD