1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি, পাঁচ জনকে অর্থদন্ড

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ১৮০ পাঠক

মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২০ মার্চ ২০২০ :
নরসিংদীর রায়পুরায় করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করায় চার পেঁয়াজ ও এক চাউল বিক্রেতার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুর হাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পেঁয়াজ বিক্রেতা মো. ইলিয়াস ও আলাউদ্দিন প্রত্যেকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা, মো. মোস্তফা ও শাহ আলমকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং চাউল বিক্রেতা মো. খোকনকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রায়পুরা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খন্দকার বলেন, গতকাল ও আজ সকাল থেকে ভোক্তভোগী ও বিভিন্ন মহল থেকে অভিযোগ পেয়েছি। কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম অনাকাঙ্খিত ভাবে বৃদ্ধি করেছেন। এবং চওড়া দামে তা ভোক্তাদের নিকট বিক্রি করছেন। মোবাইল কোর্ট পরিচালনা করে তার প্রামাণও পেয়েছি। তাই চার পেঁয়াজ বিক্রেতা ও এক চাউল বিক্রেতাকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কোন অসাধু ব্যবসায়ী যাতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে ভ্রাম্যমান আদালতের দৃষ্টি থাকবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD