1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

চলে গেলেন ‘টম অ্যান্ড জেরি’র পরিচালক

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৪৫৩ পাঠক

বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন- কিংবদন্তি কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’র অন্যতম পরিচালক জিন ডেইচ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন প্রকাশক পেট্র হিমেল। একই তথ্য নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, বৃহস্পতিবার প্রাগে অবস্থিত নিজ ফ্ল্যাটে মৃত্যুবরণ করেন এ অস্কারজয়ী ইলাস্ট্রেটর।

জিন শুধু টম অ্যান্ড জেরিই নয়, জনপ্রিয় ‘পাপাই দ্য সেইলর’ কার্টুন সিরিজেরও পরিচালক ছিলেন।

‘টম অ্যান্ড জেরি’ সিরিজটির আট পরিচালকের মধ্যে জিন অন্যতম। ১৯৬১-৬২ মৌসুমে সিরিজটি পরিচালনা করতেন তিনি। আট পরিচালকের মধ্যে সবশেষে মারা গেলেন জিন।

চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল জিন ডেইচের। ১৯৪৪ সালে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হলে তিনি সেই স্বপ্নকে পায়ে মাড়িয়ে শিল্প জগতে প্রবেশ করেন। শুরতে নর্থ আমেরিকান এভিয়েশনে নকশাকার হিসাবে নিয়োগ পান। যে কারণে তাকে পাইলট হিসাবে প্রশিক্ষণ নিতে হয়।

জিনের সৃজনশীল কাজের অনন্য সফলতা মিলে ১৯৫৮ সালে। সেই সময় ‘সিডনিস ফ্যামিলি ট্রি’ চলচ্চিত্রের জন্য অস্কারের জন্য মনোনীত হন।

এর চার বছর পর তার নির্মিত সিনেমা ‘মানরো’ সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়।

১৯৬৪ সালে একই ক্যাটাগরিতে ‘নাডনিক’ ও ‘হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

সিডনি এলিফ্যান্ট, গ্যাস্টন লে ক্রাইওন, ক্লিন্ট ক্লোবার এবং টেরেবল থম্পসনের মতো বিখ্যাত সব কার্টুন চরিত্রের স্রষ্টা জিন ডেইচ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD