1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুর মডেল থানার উদ্যোগে সূলভ মূল্যে ঘরের বাজারের কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ১৬১ পাঠক

শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার-৩০ এপ্রিল ২০২০:নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার),পিপিএম এঁর নির্দেশনায় করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যের বাজারের কার্যক্রম শুরু করেছে শিবপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শিবপুরের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, ছোলা, বেশন, লবন, চিনি, আলু, পিয়াজ, আটা, ইত্যাদি মধ্য ও নিম্ন আয়ের লোকজনের কাছে সূলভ মূল্যে বিক্রয় শুরু করা হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, এসকল পন্যের মূল্য কম এবং ন্যায্য হওয়ায় ভোক্তাদের চাহিদা অনেক। ন্যায্য মূল্যে এই সকল পন্য সামগ্রী কিনতে পেরে সাধারণ মানুষ অনেক খুশি। পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় থানা পুলিশকে ধন্যবাদ জানান ক্রেতারা।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাজারগুলোতে মানুষের ভিড় কমাতে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD