1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

অ্যাওয়ার্ড নিট গার্মেন্টস শ্রমিকদের বেতন প্রদানে সম্মত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ১১ মে, ২০২০
  • ৩০৪ পাঠক

সফুরউদ্দিন প্রভাত | নরসিংদী প্রতিদিন- শুক্রবার, ১১ মে ২০২০: আড়াইহাজারে শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে অ্যাওয়ার্ড নিট গার্মেন্টস মালিক পক্ষ অবশেষে বেতন প্রদানে সম্মত হয়েছে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মালিক পক্ষ ও শ্রমিকদের প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এ সমযোতা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসনে জানান, আড়াইহাজার পৌরসভা দাসপাড়ায় অবস্থিত অ্যাওয়ার্ড নিট গার্মেন্টস এর শ্রমিকগণ তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আংশিক বেতন ও মার্চ মাসের সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক দিন পূর্বে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সহযোগিতা চান। স্থানীয় সংসদ সদস্যের নিকট তারা জানান, শ্রমিকদের অনেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি এবং সকলেই মার্চ মাসের বেতন পাননি। মার্চ মাসের ২৫ তারিখ হতে কারখানা বন্ধ থাকায় বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। মাননীয় সংসদ সদস্য মহোদয় মালিক এবং শ্রমিক পক্ষের সাথে বসে বিষয়টি সুরাহা করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। সে প্রেক্ষিতে রোববার (১০ মে)  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অ্যাওয়ার্ড নিট গার্মেন্টস এর মালিক ও শ্রমিকপক্ষ কে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বৈঠকে বসেন। এতে সকল পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা শেষে আগামী বুধবারের মধ্যে সকল শ্রমিকের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবারের পরে পুনরায় মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে আলোচনা করে মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে উপস্থিত শ্রমিকগণকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী প্রদান করা হয়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD